1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:২৬ পূর্বাহ্ন

আওয়ামীলীগ নিষিদ্ধে নোবিপ্রবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের আনন্দ মিছিল

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৯ বার পাঠ করা হয়েছে

নাঈমুর রহমান নোবিপ্রবি:

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে আওয়ামীলীগ নিষিদ্ধে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শনিবার ( ১১ মে) মধ্যরাত ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ আনন্দ মিছিল করে সকল পর্যায়ের সাধারণ শিক্ষার্থীরা।

মিছিলটি নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরবর্তীতে শহীদ মিনার থেকে জুলাই স্মৃতি হল প্রদক্ষিন করে শান্তিনিকেতন এবং পূনরায় ভাষা শহীদ আব্দুস সালাম হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আসে।

মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেয়। তন্মধ্যে,  “নোবিপ্রবির একশন ডাইরেক্ট একশন”, “এই মূহুর্তে খবর এলো’ আওয়ামীলীগ নিষিদ্ধ হলো”,” ছি ছি হাসিনা লজ্জায় বাচিনা”, ” লীগ ধর জেলে ভর,লীগ ধর জেলে ভর”,”নোবিপ্রবিতে খবর দে’ছাত্রলীগের কবর দে”, “ইনকিলাব ইনকিলাব’জিন্দাবাদ জিন্দাবাদ”,”মুজিববাদ মুর্দাবাদ’ ইনকিলাব জিন্দাবাদ”।

আনন্দ মিছিলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আরিফ বলেন, জুলাই আন্দোলনের সময় আমাকে,আমার পরিবারকে আওয়ামীলীগ এবং ছাত্রলীগ বিভিন্নভাবে হুমকি দিয়েছে। আজ তাদেরকে নিষিদ্ধ করা হলো। এ সিদ্ধান্তে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা চাই অতি শীগ্রই এ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হোক এবং আওয়ামী লীগের সকলের বিচার নিশ্চিত করা হোক।

সমুদ্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মাহমুদ বলেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট দল আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে আবারো জুলাই ছাত্র -জনতার বিজয় আসলো। জুলাই আমাদের প্রেরণার বাতিঘর। গত ১৬ বছরের ফ্যাসিবাদের শিকল ভেঙ্গে আজ আমরা আবার বিজয় অর্জন করলাম।যদিও ইন্টেরিম ফ্যাসিবাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু আমরা চাই দল হিসেবে নাৎসি বাহিনীর মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক।এছাড়া আমরা ইন্টেরিমের কাছে দাবি জানাচ্ছি খুব দ্রুত জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতী দেওয়া হোক।পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের মাধ্যমে জুলাই হত্যাকান্ডে জড়িতদের বিচার নিশ্চিত করা হোক।ইনকিলাব, জিন্দাবাদ।

বক্তব্যের এক পর্যায়ে শিক্ষার্থীদেরকে আবেগঘন হতে দেখা যায়। মিছিল শেষে শিক্ষার্থীরা মিষ্টি খাওয়ার মাধ্যমে এ আনন্দ মিছিল উপভোগ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি