1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চোখ হারানো ৪ জুলাই যোদ্ধার বিষপান, পুনর্বাসন ও উন্নত চিকিৎসার দাবি পীরগাছায় নানা আয়োজনে ভূমি মেলার উদ্বোধন ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত- ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীর উপর বর্বর নির্যাতনের প্রতিবাদে লং মার্চ শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ভাইভায় ডাকবে এনটিআরসিএ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন সনদ অর্জন করতে হয় প্রার্থীদের নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো দুই দিনব্যাপী ‘নজরুল জয়ন্তী’ বাকৃবির জিটিআইয়ের পরিচালক হলেন অধ্যাপক ড. মোজাম্মেল তরুণদের দ্বীনি মূল্যবোধে উদ্ধুদ্ধ করতে রাজশাহী কলেজ দ্বীনি সোসাইটির সৃজনশীল উদ্যোগ অতিরিক্ত ছুটি কমানোর দাবি ইবি শিক্ষার্থীদের গোপালগঞ্জে ৩ দিনব্যাপী ভূমি মেলা শুরু

জাবি শিবিরের উদ্যোগে শিক্ষার্থীরা পেলেন ২ লাখ টাকার বৃত্তি

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১৮ বার পাঠ করা হয়েছে

নিশান খান, জাবি প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার উদ্যোগে (২০২৩-২৪ সেশন) ৫৩তম ব্যাচের ৪০ জন নবীন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই বৃত্তি প্রদান করা হয়।

অর্থনৈতিক অসচ্ছলতায় ভুগছেন এমন নবাগত শিক্ষার্থীদের সহায়তা করতেই এই বৃত্তি কার্যক্রম গ্রহণ করে জাবি শিবির। প্রতিজন শিক্ষার্থীকে ৫,০০০ টাকা করে মোট দুই লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস বলেন, ‘ শিক্ষা একটি মৌলিক অধিকার হলেও শিক্ষার্জনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেনি রাষ্ট্র। এমতাবস্থায় শিবিরের এই উদ্যোগ প্রশংসনীয় ‘

সভাপতির বক্তব্যে জাবি শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, ‘আমরা আমাদের কর্মপদ্ধতির চতুর্থ দফার অধীনে শিক্ষার্থীদের শিক্ষা জীবনের সমস্যা সমাধানের চেষ্টা করে থাকি। আগামী দিনে আপনাদের যেকোনো সমস্যা সমাধানে আমাদের পাশে পাবেন। আমরা আমাদের যায়গা থেকে প্রশাসনের কাছে দাবী পৌঁছানো ও নিজেদের সাধ্যানুযায়ী সহায়তা করে থাকি।’

বিশেষ মেহমানের বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘বাংলাদেশের শিক্ষা খাতে বাজেট রয়েছে শতকরা অর্থনীতির ১.৬৯ভাগ। এমতাবস্থায় শিক্ষা ব্যবস্থা থেকে ভালো কিছু পাওয়া সম্ভব না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে শিক্ষা কার্যক্রম চালানোর জন্য অর্থ সরবরাহ করা প্রয়োজন। একটি জাতির অমূল্য রত্ন যুবসমাজ। আবু সাইদের মতো অসংখ্য যুবক জুলাইয়ে অংশগ্রহণ করেছে। অথচ তাদের সৎ, যোগ্য হিসেবে গড়ে তোলার যথোপযুক্ত উদ্যোগ নেই। দিন শেষে আমাদের আত্মোসমালোচনা করা প্রয়োজন। শিবিরের ব্যক্তিগত রিপোর্টে আত্মসমালোচনার একটি কলাম আছে। বিগত সময়ের প্রতিবন্ধকতাগুলো এখন অনেকটাই নিরসন হয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে ব্যক্তিস্বার্থের উর্ধ্বে উঠে সকলের কল্যাণে কাজ করতে হবে।’

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সততা, দক্ষতা ও নিয়মানুবর্তিতার কারনে অনেক কিছু অর্জন সম্ভব হয়েছে। সফলতার জন্য সৎ,দক্ষ, খোদাভীরু ও দেশপ্রেমিক হওয়া জরুরি। আমি চবি’র ছাত্র হিসেবে দেখেছি, ১৯৮৫ সালের চাকসু নির্বাচনে শিবির পূর্ণাঙ্গ প্যানেলে বিজয়ী হয়েছিল। তাদের প্যানেলে একজন অমুসলিম প্রার্থীও ছিল। সমাজকল্যাণমূলক কাজের অংশ হিসেবে তারা শিক্ষাবৃত্তির আয়োজন করেছে। আমি আশা করছি তাদের এ কাজ আরও বেগবান হবে এবং শিক্ষার্থীদের সকল সমস্যা সমাধানে অগ্রগামী হবে’

উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ইসলাম প্রচারিত হয়েছে পৃথিবীর সেরা একজন রাজনীতিবিদের মাধ্যমে। হুদায়বিয়ার সন্ধি, মদিনা সনদ ইত্যাদি তাঁর রাজনৈতিক প্রজ্ঞার সাক্ষী। ইসলামে ইনক্লুসিভিটিকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। সুরা হুজরাতে বলা হয়েছে, সামাজিকতার কথা বলা হয়েছে। একজন মানুষ প্রকৃত মুসলিম হতে চাইলে সুন্দর আচরন ও গুণের অধিকারী হতে হবে। আমাদের শেষ গন্তব্য হলো মালিকের বিচার। সেখানে পার পেতে হলে কুরআন অনুসরণের বিকল্প নেই। যত বেশি ধর্মগ্রন্থ পাঠ করা যায় ততবেশি অমূল্য জ্ঞান আহরণ করা সম্ভব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি