1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
সোমবার, ১২ মে ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে জাবিতে ছাত্রশিবিরের কুরআন বিতরণ

  • প্রকাশিত : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৭ বার পাঠ করা হয়েছে

নিশান খান জাবি:

ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কুরআন বিতরণ কর্মসূচি আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শিক্ষার্থীদের মধ্যে কুরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে এই আয়োজন করা হয়েছে।

আজ রবিবার (১১ মে ) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে এই কর্মসূচি পরিচালিত হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এ কর্মসূচিতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বটতলা চত্বরে একটি ছাউনির নিচে সারিবদ্ধভাবে সাজানো রয়েছে কুরআন শরিফ, ইসলামিক বই, ছাত্রশিবিরের সমর্থক ফরম ও তথ্যবহুল রিপোর্ট। আগত শিক্ষার্থীরা সেখান থেকে কুরআন সংগ্রহ করছেন। কুরআনের সঙ্গে দেওয়া হচ্ছে দুটি সচেতনতামূলক বই—‘কুরআন বুঝা সহজ’ ও ‘কুরআনের মর্ম কথা’। আয়োজকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।

জাবি শাখা ছাত্রশিবিরের প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি শাফায়াত মীর বলেন, “১৯৮৫ সালের ১০ এপ্রিল ভারতে কুরআন বাজেয়াপ্তের একটি রিট দায়ের হয়। এর প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ১১ মে মিছিলে পুলিশের গুলিতে ৮ জন ভাই শহীদ হন। সেই দিনটির স্মরণেই আমরা ‘ঐতিহাসিক কুরআন দিবস’ পালন করে থাকি।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কুরআনের শিক্ষায় উদ্বুদ্ধ হয়, নৈতিকতা ও আদর্শে গড়ে ওঠে—এই কর্মসূচি তারই একটি প্রয়াস।”

ছাত্র অধিকার সম্পাদক রায়হান উদ্দিন বলেন, “বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে কুরআন পড়ার আগ্রহ কমে গেছে। অথচ একজন মানুষকে সৎ ও দায়িত্ববান হিসেবে গড়ে তুলতে কুরআনের শিক্ষাই যথেষ্ট। আমরা চাই এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সেই চেতনা জাগ্রত হোক।”

৫১ ব্যাচের দর্শন বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ সাবিত বলেন, “আমরা ক্লাসে ব্যস্ত থাকি, ধর্মীয় শিক্ষা উপেক্ষিত হয়। আজকের এই কর্মসূচিতে অংশ নিয়ে বুঝলাম—কুরআনের শিক্ষাও জীবনের জন্য গুরুত্বপূর্ণ।”

কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, বিকেল পর্যন্ত এ কার্যক্রম চলবে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি