কারমাইকেল কলেজ প্রতিনিধি :
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ এখন কৃষ্ণচূড়ার লাল ফুলে সেজে উঠেছে রঙিন সাজে। গ্রীষ্মের খরতাপে যখন প্রকৃতি কিছুটা ক্লান্ত, তখনই কলেজ চত্বর জুড়ে কৃষ্ণচূড়ার দোল খাওয়া ডালপালা যেন এনে দিয়েছে এক অনন্য প্রশান্তি।
প্রতিদিন শত শত শিক্ষার্থী ও দর্শনার্থী ছুটে আসছেন এ মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে। কলেজের বিজ্ঞান ভবন, পাঠাগার ও ইন্টারমিডিয়েট ভবন যাওয়ার রাস্তার আশপাশে থাকা কৃষ্ণচূড়া গাছগুলো এখন ফুলে ফুলে ভরে গেছে।
শিক্ষার্থীদের ভাষ্যমতে, কলেজ জীবনের প্রতিদিনের ক্লান্তি ও পড়াশোনার চাপের মাঝে এই ফুলগুলো হয়ে উঠেছে এক শান্তির উৎস। ইতিহাস বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী জিসান বলেন,“কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে কিছু সময় কাটানো যেন প্রতিদিনের মানসিক শান্তির খোরাক। ছবি তোলার পাশাপাশি ফুলের সৌন্দর্য উপভোগ করাই এখন আমাদের রুটিনের অংশ।”
এমন রঙিন সৌন্দর্য রক্ষণাবেক্ষণে সচেতন কলেজ প্রশাসনও। অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা কলেজ চত্বরে থাকা কৃষ্ণচূড়া ও অন্যান্য গাছের যত্নে নিয়মিত পরিচর্যার ব্যবস্থা রাখি। কারণ প্রকৃতি ও শিক্ষা একে অপরের পরিপূরক।”
প্রকৃতিপ্রেমীদের জন্য কারমাইকেল কলেজ এই সময়ে যেন এক খোলা চিত্রশালা। কৃষ্ণচূড়ার সৌন্দর্যে মোড়ানো এই প্রাঙ্গণ শুধু চোখ নয়, হৃদয়কেও ছুঁয়ে যায়।
Leave a Reply