মোঃ আনোয়ার হোসেন আরিফ, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৪ জন রোহিঙ্গাকে আটক করেছে জনতা। বুধবার (৭ মে) সকালে তাদের আটক করার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র কাছে হস্তান্তর করে।
জানা গেছে, ভূরুঙ্গামারী উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের নতুন হাট নামক স্থান থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করে স্থানীয়রা। এর মধ্যে রয়েছে ৩ জন পুরুষ, ৩ জন নারী এবং ৮ জন শিশু-কিশোরী। পরে তাদের কুড়িগ্রাম ২২ বিজিবির সদস্যদের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
কুড়িগ্রাম ২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহাবুব-উল হক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে
Leave a Reply