কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর খালেকুজ্জামান ডিউটের (৪২)। বাসর রাত বিষাদে রূপ নেয় নববধূ লাভলী আক্তারের (২০)।
বৃহস্পতিবার (১ মে) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কবিরমামুদ গ্রামের শাহ জামালের মেয়ে লাভলী আক্তারের সঙ্গে শিমুলবাড়ী ইউনিয়নের মৃত আব্দুল লতিফের ছেলে খালেকুজ্জামান ডিউটের বিয়ে সম্পন্ন হয়। উৎসবমুখর পরিবেশে বিয়ের অনুষ্ঠানে ছিল দুই পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ।
তবে আচমকাই সেই মহা উৎসব পরিণত হয় মহাবিষাদে। বাসর রাতে ঠিক ১২টার দিকে নববধূর কাছে গিয়ে এক গ্লাস পানি চেয়ে মেঝেতে লুটিয়ে পড়েন বর। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা ছুটে এলে দেখা যায়, তিনি নিঃশ্বাস নিচ্ছেন না। পরে স্থানীয় চিকিৎসক এবং পরে পরিবারের সদস্যরা নিশ্চিত হন—হৃদরোগেই তার মৃত্যু হয়েছে।
জানা যায়, খালেকুজ্জামান ডিউটের এটি ছিল দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্ত্রী জান্নাতি আক্তার মুক্তার ঘরে রয়েছে এক ছেলে ও এক মেয়ে। পারিবারিক কারণে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় বছর কয়েক আগে।
নববধূর চাচা ও সাবেক ইউপি সদস্য শাহ আলম বলেন, “কে জানতো এমন ঘটনা ঘটবে। আমার ভাতিজির জীবন শুরু হতেই শেষ হয়ে গেল। অকালেই বিধবা হলো সে।”
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল বলেন, “এমন হৃদয়বিদারক ঘটনা সত্যিই বিরল। নিয়তির সামনে আমরা অসহায়।”
শুক্রবার (২ মে) বিকেল ৩টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় খালেকুজ্জামান ডিউটের। নববধূ লাভলী আক্তার এখনও বাকরুদ্ধ অবস্থায় আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
এ ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
Leave a Reply