হাবিবুর রহমান,
পীরগাছা (রংপুর) প্রতিনিধি –
রংপুরের পীরগাছায় পোষা মুরগিকে ধর্ষণের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরে চলছে আলোচনা সমালোচনা।
গতকাল বৃহস্পতিবার (১ মে) মুরগির মালিক হোসনে আরা বেগম এ অভিযোগ করেন। ঘটনাটি উপজেলার পবিত্রঝাড় ফরিঙ্গাপাড়া গ্রামের। অভিযুক্ত ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫)।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে হোসনে আরা বেগমের পোষা কালো রংয়ের একটি মুরগি প্রতিবেশী আলমগীর হোসেনের (৩৫) এর বাড়িতে গেলে আলমগীর মুরগীটিকে ঘরের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ সময় মুরগীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে অভিযুক্ত মুরগীটিকে আঙ্গিনায় ছেড়ে দেয়। এ ঘটনায় হোসনে আরা বেগম অসুস্থ্য মুরগিকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে অভিযুক্তের নামে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনর্চাজ, নূরে আলম সিদ্দিকী জানান,ওই মহিলা আরেকজনের কাছে শুনে থানায় অভিযোগ দায়ের করেছিলো। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। অভিযোগের কোন সত্যটা পাওয়া যায়নি।
এ দিকে থানায় লিখিত অভিযোগের একটি কপি শুক্রবার সকাল হতে ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
Leave a Reply