নিজস্ব প্রতিবেদক: শরিফ মন্ডল
মাত্র ৪২০০ টাকা খরচ করে একটি কার্যকরী ড্রোন তৈরি করে প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়লেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ৫ম সেমিস্টারের ছাত্র হাসিন রায়হান।
সাধারণত একটি ড্রোন তৈরি বা কিনতে কয়েক হাজার থেকে শুরু করে লক্ষাধিক টাকা পর্যন্ত খরচ হয়। কিন্তু স্বল্প বাজেটে তৈরি এই ড্রোনটি প্রমাণ করে দিয়েছে যে প্রযুক্তি উদ্ভাবনে অর্থ নয়, সবচেয়ে জরুরি হচ্ছে মেধা, নিষ্ঠা ও একাগ্রতা।
ড্রোনটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে একটি কন্ট্রোল ইউনিট, চারটি ছোট মোটর, প্রপেলার, ব্যাটারি এবং হালকা উপকরণে তৈরি কাঠামো। এটি নির্দিষ্ট উচ্চতায় উড়তে পারে এবং নির্দেশনা অনুযায়ী চলাচল করতে সক্ষম। নিজ উদ্যোগে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ঘেঁটে শেখার মাধ্যমে এই ড্রোন তৈরির কাজ সম্পন্ন করেছেন হাসিন।
হাসিন রায়হান বলেন, “ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আমার আগ্রহ। সবসময় চেষ্টা করেছি কিছু নতুন করতে। ড্রোন তৈরির ইচ্ছা অনেকদিনের, কিন্তু বাজেট ছিল একটা বড় বাধা। শেষ পর্যন্ত নিজের সঞ্চয় আর কিছু পুরনো যন্ত্রাংশ কাজে লাগিয়ে এটি সফলভাবে তৈরি করতে পেরেছি।”
তার এই সাফল্যে খুশি শিক্ষকরাও। ইলেকট্রিক্যাল বিভাগের এক শিক্ষক বলেন, “হাসিনের মধ্যে উদ্ভাবনী চিন্তা বরাবরই ছিল। আমরা সবসময় ওকে উৎসাহ দিয়েছি। এই ড্রোন প্রকল্পটি আমাদের জন্য গর্বের।”
হাসিন জানান, ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তির ড্রোন তৈরি করার পরিকল্পনা রয়েছে তার। শিক্ষাজীবন শেষে তিনি দেশের প্রযুক্তি খাতে কাজ করতে চান।
কম খরচে এমন উদ্ভাবন তরুণদের প্রযুক্তিমুখী করে তুলবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা। তরুণ এই উদ্ভাবকের জন্য রইল শুভকামনা—সে যেন আরও বড় কিছু করে দেশের সুনাম বাড়াতে পারে।
Leave a Reply