গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ৫টি স্থানে চুরি, ডাকাতি ও দস্যুতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে এবং ২ ডাকাতসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুরসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, রোববার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর গ্রামে একদল ডাকাত মোটর সাইকেলগামী এক যুবককে এলোপাতাড়িভাবে কুপিয়ে আহত করে। এসময় জনৈক ব্যক্তি তার সিসি ক্যামেরায় এই দৃশ্য দেখতে পেয়ে লোকজনকে খবর দিলে দুইজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। এছাড়া, এরই রাতে অন্যান্য ঘটনায় ৪জনকে গ্রেফতার করে পুলিশ। ইদানিংকালে মুকসুদপুর উপজেলার বিভিন্ন স্থানে আইন-শৃংখলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।
Leave a Reply