মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা
জাককানইবি প্রতিনিধি:
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভার ব্রিজে স্থাপন করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন নামফলক।
মঙ্গলবার (২৭ মে ২০২৫) নতুন নির্মিত এই ওভার ব্রিজের দুই পাশে বিশ্ববিদ্যালয়ের নামফলক দৃশ্যমানভাবে লাগানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সরাসরি নির্দেশনায় এ কাজ সম্পন্ন হয়।
উপাচার্য বলেন, “ঢাকা-ময়মনসিংহ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়ের অবস্থান। ফলে প্রথমবার আসা ব্যক্তিরা অনেক সময়ই বিশ্ববিদ্যালয়টি খুঁজে পেতে সমস্যায় পড়েন। এই নামফলক লাগানোর ফলে এখন আর বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে খুঁজে বের করতে হবে না। যাত্রাপথেই এটি নজরে পড়বে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা মিলবে।”
নামফলক স্থাপন প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটি শুধু আগতদের জন্য সুবিধা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নাম দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্য , “ভবিষ্যতে ওভার ব্রিজ এবং সংযোগ সড়কজুড়ে আলোকসজ্জা, দিকনির্দেশক সাইনবোর্ড ও অন্যান্য নান্দনিক উপকরণ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সবমিলিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অবস্থান আরও সুপরিচিত করে তুলতে উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ”
উল্লেখ্য, নজরুল বিশ্ববিদ্যালয় তথা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলায় ২০০৬ সালে নির্মিত একটি সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট সড়কে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব চিহ্নিত করার মতো কোনো স্থায়ী চিহ্ন না থাকায় বহিরাগত শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা প্রায়ই বিভ্রান্তির শিকার হতেন। নতুন নামফলক স্থাপন সেই দুর্ভোগ কমাবে বলেই আশা করছেন বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ ও শিক্ষার্থীরা।
Leave a Reply