গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ইঞ্জিনচালিত ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস লেগে আন্না বেগম (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার লোহাইড়-বনগ্রাম সড়কের লোহাইড় মুন্সী বাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আন্না বেগম মুকসুদপুর উপজেলার লোহাইর গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ইঞ্জিনচালিত একটি ভ্যানে চড়ে লোহাইড় গ্রামের বাড়িতে যাচ্ছিল। এসময় ভ্যানটি মুন্সী বাড়ির কাছে পৌঁছালে আন্না বেগমের গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় জড়িয়ে পড়ে গলায় পেচিয়ে গেলে রাস্তার উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার আন্না বেগমকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply