স্টাফ রিপোর্টার
বিশ্বের কর্মসংস্থানের ধারা যখন দ্রুত পরিবর্তন হচ্ছে, তখন বাংলাদেশের চাকরির বাজারে নতুন উদ্যম নিয়ে এসেছে ক্যারিয়ার বাজার।
রোববার (৫ জানুয়ারি) বুয়েট গ্র্যাজুয়েট ক্লাবে এই অনলাইন জব পোর্টালের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্ভাবনের সঙ্গে অন্তর্ভুক্তি ক্যারিয়ার বাজার এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে যা সকল বয়স ও পেশার মানুষের জন্য উপযোগী। এই প্ল্যাটফর্মে আইটি থেকে শুরু করে রিটেইল পর্যন্ত বিভিন্ন সেক্টরের চাকরির সুযোগ পাওয়া যাবে। সকল ব্যবহারকারীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে অন্তর্ভুক্তিমূলক ডিজাইনই তাদের মূল লক্ষ্য।
তাদের পোর্টালে প্রফেশনাল ট্রেনিং প্রোগ্রাম, সিভি তৈরির সহায়তা এবং ক্যারিয়ার কাউন্সেলিং এর মতো সুবিধা প্রদান করা হবে। যা কর্মীদের প্রতিযোগিতামূলক বাজারে এগিয়ে থাকতে সাহায্য করবে।
প্রফেশনাল কমিউনিটিরর সাথে সংযোগস্থাপন
শুধু চাকরির প্ল্যাটফর্মই নয়, Career Bazar নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও শীর্ষ ব্যাবসায়ীক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করেছে। শুধু তাই নয়, শিক্ষার্থী ও শিল্পজগতের মধ্যে দূরত্ব কমাতে তারা আয়োজন করতে চায় ইউনিভার্সিটি এমপ্লয়মেন্ট ফেয়ার ও ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং সেশন এর মত আরও অনেক প্রোগ্রাম।
ডিজিটাল অভিজ্ঞতার নতুন মাত্রা
ক্যারিয়ার বাজার একটি উদ্ভাবনী ডিজিটাল প্ল্যাটফর্মে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছে, যা ব্যবহারকারীদের সহজেই চাকরি খোঁজা, আবেদন করা এবং নিয়োগদাতাদের সাথে যোগাযোগ করার সুযোগ প্রদান করে। তাদের ওয়েবসাইট এবং আসন্ন মোবাইল অ্যাপ, যা ২০২৫ সালের মাঝামাঝি চালু হবে, চাকরি কিংবা প্রার্থী খোঁজা এবং আবেদন করার পুরো প্রক্রিয়াকে আরও সহজ কতে তুলবে।
চাকরিপ্রার্থীদের অসাধারণ অভিজ্ঞতা প্রদানের পাশাপাশি, এই প্ল্যাটফর্মটি ব্যবসায়ীদের জন্য একটি আলাদা ওয়েবপেজ সরবরাহ করে, যেখানে তারা সহজেই আদর্শ প্রার্থী খুঁজে পেতে পারে।
ভবিষ্যৎ পরিকল্পনা
২০২৫ সালের মধ্যে এক মিলিয়ন ব্যবহারকারীর লক্ষ্যে, ক্যারিয়ার বাজার শহর থেকে গ্রাম পর্যন্ত কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি করার দিকে অগ্রসর হচ্ছে। তারা কেবল জব পোর্টাল নয়, বরং বাংলাদেশের তরুন তরুনীদের ক্যারিয়ার গঠনে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এক উল্লেখযোগ্য ভূমিকা রাখার পরিকল্পনা নিয়ে পথ চলা শুরু করেছে।
সামনের দিকে তাকিয়ে দেশব্যাপী সেবা সম্প্রসারণের লক্ষ্যে ক্যারিয়ার বাজার ২০২৫ সালের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্মসংস্থান সমাধান প্রদানকারী প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্যে কাজ করছে, যা শহর ও গ্রামীণ উভয় অঞ্চলে প্রবৃদ্ধির নতুন সম্ভাবনা তৈরি করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্ক বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল ইউসুফ আলী চৌধুরী, ভিস্তা আর্কিটেকচারাল কনসালটেরন্টের প্রতিষ্ঠাতা স্থপতি দেওয়ান শামসুল আরিফ, সংযোগ, কানেক্টিং পিপল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট ইঞ্জিনিয়ার আহমেদ জাভেদ জামাল, ইনোভেস টেকনোলজিস সিইও মুনিরুল আলম, গুডিব্রোর প্রতিষ্ঠাতা ও পরিচালক আহনাফ টি রহমান, ভারটিকাল ইনোভেশনের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও রেজওয়ান আহমেদ নুর, ফকির অ্যাপারেলস লিমিটেডের এইচআর ম্যানেজার মোহাম্মদ রাজিবুল হাসান।
আরও উপস্থিত ছিলেন, ফকির নিটওয়্যারস লিমিটেডের এইচআর মহাব্যবস্থাপক সুমন কান্তে সিংহ, পালমাল গ্রুপের এইচআর ম্যানেজার আবু নোমান সিদ্দিক, সারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. সফিকুল ইসলাম, রবি আজিয়াটা লিমিটেডের গ্রাহক অভিযোগ ব্যবস্থাপনার মহাব্যবস্থাপক ইমতিয়াজ আহমেদ, টেড বার্নহার্ডজ টেক্সটাইল ইন্ডাস্ট্রি লিমিটেডের এইচআর অ্যান্ড সাসটেইনেবিলিটির প্রধান আখতার উস সামাদ, বাংলা ট্র্যাক লিমিটেডের ডেপুটি ম্যানেজার মো. ইমাম হোসেন ভূঁইয়া, নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক নাসির আহমেদ এবং আর্টিস্টিক কনসালট্যান্টস অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেডের চেয়ারম্যান মো. হাসিবুর রহমান প্রমুখ।
Leave a Reply