নিজস্ব প্রতিবেদক:শরিফ মন্ডল| ৭ এপ্রিল ২০২৫
নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে কোনো আইনি বা প্রশাসনিক বাধা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম। সোমবার (৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, “গণবিজ্ঞপ্তির বিষয়ে ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামের একটি দল সম্প্রতি আদালতে রিট করেছে। তাদের ক্ষেত্রে কোর্ট থেকে একটি স্টে অর্ডার দেওয়া হয়েছে। তবে এটি অন্যান্য দলের ক্ষেত্রে প্রভাব ফেলবে না। নতুন দলের নিবন্ধনের পথ খোলা রয়েছে।”
আচরণবিধি সংশোধনের বিষয়ে তিনি বলেন, “সংস্কার কমিশনের বিধি নিয়ে যেসব প্রস্তাব এসেছে, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনসহ নতুন কিছু বিষয় আমরা ইনকরপোরেট করার উদ্যোগ নিয়েছি। এটি একটি চমৎকার আচরণবিধিমালা হবে বলে আমরা মনে করি।”
সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে নির্বাচন কমিশনার জানান, প্রিন্টিং ভুল সংশোধনের বিষয়টি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ঈদের আগে এ নিয়ে কেবিনেট সভাও হয়েছে। এখনো অনুমোদন মেলেনি। অনুমোদন পেলে নতুন সীমানা অনুযায়ী কাজ শুরু হবে। তবে অনুমোদন না হলে বিদ্যমান আসন বিন্যাস অনুযায়ীই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহার না করার প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। নির্বাচন কমিশন (ইসি) প্রস্তাবটিকে ইতিবাচকভাবে দেখছে বলেও জানান মো. আনোয়ারুল ইসলাম।
নির্বাচনের ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গঠিত কমিটির এই সভায় রাজনৈতিক দলের নিবন্ধন, আচরণবিধি, সীমানা নির্ধারণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
Leave a Reply