নিজস্ব প্রতিবেদক :শরিফ মন্ডল
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের আয়োজিত লক্ষাধিক টাকার লটারি বাণিজ্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। পহেলা বৈশাখ উপলক্ষে দলটির পক্ষ থেকে এই লটারি ছাড়ার উদ্যোগ নেওয়া হয়, যেখানে ব্যবহৃত লটারি টিকিট ছিল বাংলাদেশের প্রচলিত ২০ টাকার নোটের হুবহু নকল।
স্থানীয় সূত্রে জানা গেছে, লটারির টিকিটে ২০ টাকার নোটের ডিজাইন ব্যবহার করে বিপুল পরিমাণে বিক্রি করা হচ্ছিল। অথচ বাংলাদেশ ব্যাংকের নোটের ডিজাইন কপিরাইট দ্বারা সুরক্ষিত এবং অনুমতি ছাড়া তার ব্যবহার কপিরাইট আইনের পরিপন্থী।
এছাড়া, দেশে লটারি পরিচালনা করতে হলে সংশ্লিষ্ট প্রশাসনের লিখিত অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কিন্তু এ ক্ষেত্রে কোনো অনুমতির তোয়াক্কা না করেই শুরু করা হয় লটারি কার্যক্রম।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি। কপিরাইট লঙ্ঘন ও অনুমতি ছাড়া লটারি চালানো—দুই দিক থেকেই আইন ভঙ্গ করা হয়েছে। ইতোমধ্যে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে এবং তারা এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply