জুবাইর জিহাদী, কুড়িগ্রাম:
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে নির্বিচারে গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে গণ আন্দোলন করেছে কুড়িগ্রাম জেলা ছাত্রশিবির।
শুক্রবার (১১ এপ্রিল) বাদ জুমা কুড়িগ্রাম সরকারি কলেজ গেট থেকে শুরু করে ইন মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহ প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে ইসলামী ব্যাংক সংলগ্ন সিংহ চত্বরে শেষ হয়।
মিছিলে শিবির নেতাকর্মীরা ছাবিলুনা, ছাববিলুনাআল জিহাদ আল জিহাদ, বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার, বিশ্ব মুসলিম ঐক্য গড় ফিলিস্তিন স্বাধীন করো, ফ্রম দ্যা রিভার টু দ্যা সি ফিলিস্তিন উইল বি ফ্রি, ইত্যাদি নানা ধরনের স্লোগান দেন।
কুড়িগ্রাম জেলা ছাত্রশিবির কর্তৃক আয়োজিত এ গণআন্দোলন উত্তর সমাবেশে জেলা শিবির সভাপতি মুকুল হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মজলুম ফিলিস্তিনের পাশে বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ব ভাবে দাড়ানো আমাদের ঈমানী দায়িত্ব, এভাবে মাজলুল ভাই,বোন,শিশুদের উপর ইসরায়েল শক্তি আরো হামলা করলে বাংলাদেশ থেকে আমরাও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, সকল মানুষদের আহবান করছি আপনারা ইসরায়েলের সকল পন্ন বয়কট করুন।
সভাপতির বক্তব্যে শিবিরের জেলা সভাপতি বলেন, ফিলিস্থিনে মুসলিম ভাই ও বোনদের উপরে নির্মম ভাবে হামলা করে বিশ্বব্যাপী মুসলিমদের কলিজায় আগুন লাগিয়েছে জালিম শক্তি ইসরাইল, এভাবে বোমার আঘাতে অসংখ্য শিশুদের জীবন বিপন্ন করেছে, পরিবার গুলোকে বিচ্ছিন্ন করে দিয়েছে, বাড়িঘর গুলোকে ধংস করে দিয়েছে।
জেলা সেক্রেটারি জনাব মোশারফ হোসেন বলেন, ইসরাইল কর্তৃক মজলুম মুসলিমদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সকল মুসলিমদের মধ্যে ঐক্যের ভিত্তিতে জালিমদের পরাজিত করতে হবে।
মিছিলটিতে কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল উপস্থিত ছিলেন
Leave a Reply