নাঈমুর রহমান, নোবিপ্রবি:
দীর্ঘ ছুটি শেষে আগামী রবিবার (৬ এপ্রিল) থেকে একাডেমিক কার্যক্রম শুরু করবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( নোবিপ্রবি)।
জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৩ দিনের ছুটি শেষে আগামী ৬ এপ্রিল ২০২৫ নোবিপ্রবিতে একাডেমিক কার্যক্রম শুরু হবে।
জানা যায়, গত ১৮ মার্চ (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ তামজিদ হোসাইন চৌধুরী সাক্ষরিত এক নোটিশে বলা হয় জুমাতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ আগামী ২০ মার্চ থেকে ৩ এপ্রিল এবং অফিসসমূহ ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল ২০২৫ পর্যন্ত বন্ধ থাকবে।৩ এপ্রিল ২০২৫ বৃহস্পতিবার হওয়ায় নোবিপ্রবির শিক্ষার্থীরা পরবর্তী দুইদিন শুক্র ও শনিবার ছুটি পাবেন। ছুটি শেষে পুরোদমে একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে আগামী ৬ এপ্রিল ২০২৫ থেকে।
উল্লেখ্য, নোবিপ্রবির একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের দীর্ঘতম ছুটি ঈদ-উল- ফিতর উপলক্ষে দেওয়া ছুটি।
Leave a Reply