আবু রায়হান, রংপুর প্রতিনিধি।
“এসো ঈদের খুশি বাড়িয়ে দেই স্মৃতির আনন্দে ” এই স্লোগানে আদর্শ শিক্ষক ফেডারেশন ও পেশাজীবী থানা-২, রংপুর মহানগর শাখার এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৫ টায় রংপুর নগরীর কৈলাশ রঞ্জন স্কুলের হল রুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখার সেক্রেটারি আনোয়ারুল হক কাজল।
পেশাজীবী থানা-২ সেক্রেটারি মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর মহানগর শাখার সভাপতি ও পেশাজীবী থানা-২ এর আমির গোলাম মোস্তফা।
এসময় শিক্ষক ফেডারেশন ও রংপুর মহানগর পেশাজীবী থানা-২ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও দুই শতাধিক সদস্য, কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
Leave a Reply