নিজস্ব প্রতিবেদক : শরিফ মন্ডল
ঢাকা, ১৩ এপ্রিল ২০২৫: বাংলাদেশি পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শর্তটি পুনর্বহাল করার জন্য নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের উপসচিব নীলা আক্তারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রকাশ পায়। এতে বলা হয়েছে, বাংলাদেশি পাসপোর্টে পূর্বের মতো ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত পুনর্বহাল করতে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে এই শর্ত পুনর্বহাল করা হবে, এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটি বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে, যেহেতু পাসপোর্টের শর্তাবলী আন্তর্জাতিক সফরের ক্ষেত্রে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এদিকে, জনপ্রিয় ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি এই সিদ্ধান্তকে “দারুণ সিদ্ধান্ত” বলে অভিহিত করেছেন। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টি নিয়ে পোস্ট করেছেন।
এই পদক্ষেপটি ইসরায়েল ও বাংলাদেশের মধ্যে পূর্বের সম্পর্কের প্রেক্ষিতে একটি স্পষ্ট অবস্থান গ্রহণ বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি বাংলাদেশের আন্তর্জাতিক নীতি ও ইসলামী মূল্যবোধের প্রতি এক দৃঢ় প্রতিশ্রুতি হিসেবে দেখা যেতে পারে।
পূর্বের মতো এই শর্ত পুনর্বহালের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্টধারীরা ইসরায়েল ভ্রমণ করতে পারবেন না, যা বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার সাথে সঙ্গতিপূর্ণ।
এ সিদ্ধান্তকে দেশের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষজ্ঞ এবং সাধারণ সাধুবাদ জানিয়েছেন৷
Leave a Reply