1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের লটারি বাণিজ্য বন্ধ করে দিলো প্রশাসন কুয়েটের হলগুলোর তালা ভাঙছেন শিক্ষার্থীরা, ১ দফা দাবি ঘোষণা পিএসসির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়নি, সড়কে অবস্থান চাকরিপ্রার্থীদের পানিতে ডুবে পবিপ্রবির ছাত্রের মৃত্যু  আমি হিসেব পাতি করেই করেছি, তোমার বয়স অনেক কম কুবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরীর থানা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।  ববি অধ্যাপককে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অব্যহতি রংপুরে শাকিব খানের “বরবাদ” সিনেমার সফল চলাচল:দর্শকদের ব্যাপক সাড়া নববর্ষে হাবিপ্রবির ডিবেটিং সোসাইটির আয়োজন প্রদশর্নী বিতর্ক

ববি অধ্যাপককে আ.লীগের দোসর আখ্যা দিয়ে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অব্যহতি

  • প্রকাশিত : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১২ বার পাঠ করা হয়েছে

 

 

মোঃআশিকুল ইসলাম

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দেওয়া সহ একাধিক অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

রোববার (১৩ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন নির্দেশিত রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে অব্যাহতির বিষয়টি জানানো হয়।

 

নোটিশে উল্লেখ করা হয়েছে, গত বছরের ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকার পতনের পর ১১ই আগস্ট ব্যক্তিগত কারণ দেখিয়ে আপনি (অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র দাখিল করেন। কিন্তু একমাত্র অধ্যাপক হওয়ায় উপাচার্য অধ্যাপক ড. শূচিতা শরমিন গত ৭ই অক্টোবর থেকে পুনরায় একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সদস্য হিসেবে পুনর্বহাল করেন।

 

নোটিশে আরও উল্লেখ করা হয়, গত ১৪ই ফেব্রুয়ারি উপাচার্য সিন্ডিকেট সভায় তাকে সদস্য হিসেবে উপস্থিত হওয়ার জন্য আহ্বান করেন। অথচ অধ্যাপক মুহসিন সশরীরে বা অনলাইনে সিন্ডিকেট সভায় অনুপস্থিত থাকেন। অনলাইন সভায় যোগদানের স্বাভাবিক সুযোগ না থাকার কারণ জানিয়ে তিনি সভা বয়কট ও প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক লিখিতভাবে হোয়াটসঅ্যাপে পত্র প্রেরণ করেন। এছাড়া অধ্যাপক মুহসিনের উপস্থিতিতে কতিপয় শিক্ষার্থী উপাচার্যের রেসিডেন্স কাম অফিসের গেট ভাঙচুর করেন, যা মোটেও শোভনীয় ছিল না বলে উল্লেখ করা হয় ওই নোটিশে।

 

এছাড়া গত ১৭ ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর নিচে তার নেতৃত্বে কতিপয় শিক্ষককে দিয়ে সংবাদ সম্মেলন করেন। এ সময় উপাচার্যের বিরুদ্ধে অশালীন মন্তব্যসহ বিষোদ্‌গার করেন তিনি, যা চাকরি বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয় নোটিশে। এসব আচরণে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেছেন ববি উপাচার্য। এছাড়া তিনি উপাচার্যকে পতিত সরকারের দোসর বা ফ্যাসিস্ট বলে উল্লেখ করে বক্তব্য রেখেছেন, যা সম্পূর্ণ অসত্য।

 

নোটিশে উল্লেখ করা হয়, চাকরির পুলিশ ভেরিফিকেশনে দেখা যায়, অধ্যাপক মুহসিন উদ্দীন এবং তার পরিবার আওয়ামী লীগের সমর্থক। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও নীতিমালা প্রণয়ন কমিটির সদস্য সচিব ছিলেন তিনি। এসব কারণে অধ্যাপক মুহসিন নিজেই পতিত সরকারের দোসর ছিলেন। এসব পর্যালোচনা করে তাকে সিন্ডিকেট ও একাডেমিক সদস্য থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

 

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, উপাচার্যের নির্দেশে অধ্যাপক মুহসিনকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে আর কোন মন্তব্য করতে রাজি হননি।

 

অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বলেন, অযৌক্তিক একটা কারণ দেখিয়ে বেআইনিভাবে আমাকে সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ছাড়া উপাচার্য এককভাবে সিন্ডিকেট থেকে অব্যাহতি দিতে পারেন না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি