২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তির ভবিষ্যৎ নির্ধারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আহ্বানে একটি সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেয়া ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিদের অংশগ্রহণে সভাটি অনুষ্ঠিত হয়।
তবে সভায় আগামী শিক্ষাবর্ষে গুচ্ছের তারিখ কিংবা পদ্ধতিগত কোনো আলোচনা হয়নি বলে জানা গেছে। ভবিষ্যৎ নিয়েও তেমন কোনো অগ্রগতির কথা জানতে পারেনি ইউজিসি। জানতে চাইলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আজকের মিটিংয়ে গুচ্ছ বের হতে চাওয়া চারটি বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ইউজিসি থেকে অনুরোধ করা হয়েছে। ভিসিরাও বলেছেন, তারা তাদের বিশ্ববিদ্যালয়ের ফোরামে ইউজিসির অনুরোধকে তুলে ধরবেন।’
অধ্যাপক আনোয়ারুল আজীম বলেন, সভায় গুচ্ছ পরীক্ষার সম্ভাব্য তারিখ কিংবা কোন কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা এখনো ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ করতে পারিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছে থাকার জন্য এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকেও অনুরোধ করা হয়েছে। উপাচার্যরা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় অনুরোধ করলেও তারা শিক্ষক শিক্ষার্থীদের দাবির মুখে গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়। বিষয়টিকে তারা পুনর্বিবেচনা করবেন বলেও জানিয়েছেন।
Leave a Reply