ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) দুই বিভাগে সভাপতির রদবদল হয়েছে। এর মধ্যে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের নতুন সভাপতি হয়েছেন অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আব্দুস সবুর।
সোমবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হকের স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক ড. শাহীনুজ্জামানের মেয়াদ শেষ হয় গত ৫ জুলাই। এরপর বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. জালাল উদ্দিনকে ৬ জুলাই থেকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। অপরদিকে, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক মো. জামাল উদ্দিন ব্যক্তিগত কারণে পদত্যাগ করলে ২৩ জুন থেকে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক অধ্যাপক ড. মো. আব্দুস সবুরকে দায়িত্ব দেওয়া হয়।
উভয়কেই বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা অনুযায়ী পরবর্তী তিন বছরের জন্য সভাপতি পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা নিয়ম অনুযায়ী সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. আব্দুস সবুর জানান, গত ৩০ জুন থেকে দায়িত্ব পালন শুরু করেছেন। হঠাৎ দায়িত্ব নিতে হলেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি এবং সবার সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিন বলেন, আজ (৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
Leave a Reply