মোঃ শাহজালাল শ্রাবণ, গঙ্গাচড়া, রংপুর
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চরইশোরকোল আশ্রয়ণ কেন্দ্রে গোপনে চলা জুয়ার আসর ভেঙে দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী।
গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে সরেজমিনে তিনি এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আশ্রয়ণ কেন্দ্রটিতে বেশ কিছুদিন ধরেই একটি চক্র নিয়মিতভাবে জুয়ার আসর বসিয়ে আসছিল। এতে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং যুবসমাজের মাঝে বিপথগামিতা দেখা দেয়। বহুবার অভিযোগ করেও কোনো প্রতিকার না পেয়ে স্থানীয়রা সরাসরি চেয়ারম্যানের দ্বারস্থ হন।
এ বিষয়ে ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, “স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে আমি নিজে এলাকাবাসীকে নিয়ে আশ্রয়ণ কেন্দ্রে যাই। সেখানে গিয়ে দেখি জমজমাটভাবে চলছে জুয়ার আসর। আমাদের উপস্থিতি টের পেয়ে জুয়ারীরা এলোপাতাড়ি দৌড়ে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে তাদের আসর ভেঙে দেই।”
তিনি আরও বলেন, “আমার এলাকায় মাদক ও জুয়ার কোনও ঠাঁই নেই। এমন অপকর্মের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
চেয়ারম্যানের এই সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এমন শক্ত অবস্থান দরকার ছিল। চেয়ারম্যান সাহেব যা করেছেন, তাতে আমরা কৃতজ্ঞ।”
Leave a Reply