নিশানখান, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান পাঁচদিনের সফরে চীন গিয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের নেতৃত্বে ২০ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে আজ (রবিবার) তিনি চীনের কুনমিংয়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
রবিবার (৬জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি এক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেন।
বিবৃতিতে বলা হয়, চীনা সরকারের আমন্ত্রণে আয়োজিত এই সফরে প্রতিনিধি দলটি চীনের একাধিক বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবে। সফরকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উনান বিশ্ববিদ্যালয়, হুয়াজং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, উহান বিশ্ববিদ্যালয় এবং সান ইয়াৎসেন বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। এসময় তিনি এসব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতায় সমঝোতা স্মারক চুক্তি বিষয়ক মতবিনিময় করবেন।
উপাচার্য ইউনান, হুবেই ও গুয়াংডং প্রদেশের প্রাদেশিক শিক্ষা কর্তৃপক্ষ ছাড়াও সেখানকার জাদুঘর, সাংস্কৃতিক কেন্দ্র এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করবেন বলে জানা গেছে।
আগামী ১১ জুলাই ২০২৫ তারিখে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
Leave a Reply