মো. সাকিব হোসাইন – জেডএইসসাস্ট প্রতিনিধি।
জেড. এইচ. সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফল-২০২৫ সেমিস্টারে ভর্তি হওয়া ৩৩তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই, ২০২৫) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে নবীনদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সনেট কুমার সাহা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন এবং শ্রীমদ্ভগবদ গীতা থেকে পাঠ করা হয়। এরপর নবীন ও বর্তমান শিক্ষার্থীরা তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। মাননীয় ট্রেজারারের হাত থেকে উপহার এবং বর্তমান শিক্ষার্থীদের হাতে ফুল গ্রহণের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথিরা নবীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর আব্দুল খালেক বলেন, “আজ এই বিশ্ববিদ্যালয়ে পদার্পনের মাধ্যমে তোমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করাও জরুরি। আরও বেশি জ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহমুদ আলম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন মো. শাহিদুর রহমান খান, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার তাহমিনা নিষাদ এলিন, প্রক্টর মো. ইমামুনুর রহমান, সাতটি বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply