ডেস্ক রিপোর্ট:
সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ ধরনের এক এআই ছবি। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎই জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ ধরনের এক এআই ছবি। সাধারণ মানুষ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এমনকি তারকরাও এই ভাইরাল ঘিবলি স্টাইল ইমেজ তৈরিতে মেতেছেন।
এমন ট্রেন্ডিংয়ে ভাবছেন আপনিও পারবেন নিজের ঘিবলি ছবি বানাতে? তাহলে এই আর্টিকেলে আপনার জন্য রইলো পরামর্শ।
কী এই ঘিবলি স্টাইল?
স্টুডিও ঘিবলি ইনকর্পোরেশন হলো- জাপানের টোকিওর একটি অ্যানিমেশন স্টুডিও। অ্যানিমেশন দুনিয়ায় যার বিপুল খ্যাতি। এই সংস্থার “স্পিরিটেড অ্যাওয়ে” ও “দ্য বয় অ্যান্ড দ্য হিরো”-র মতো অ্যানিমি চরিত্রগুলি মানুষের মনে জায়গা করে নিয়েছে।
মার্কিন প্রযুক্তি সংস্থা ওপেনএআইয়ে কৃত্রিম মেধাভিত্তিক ছবি আঁকার টুল স্টুডিও ঘিবলি ব্যবহার করা যাচ্ছে।
ওপেনএআইয়ে ইমেজ জেনারেশন টেকনোলজির লেটেস্ট ভার্সন ব্যবহার করে ছবি তৈরি হচ্ছে। এটি একটি অ্যানিমেটেড স্থির চিত্র। চ্যাটবট এআই এমন এক ফিচার লঞ্চ করেছে যা বিভিন্ন ধরনের ছবি থেকে ঘিবলি ছবি তৈরি করে দিচ্ছে। ইউজাররা নিজেদের পছন্দের মতো ছবি ব্যবহার করে ঘিবলি ছবি তৈরি করতে পারেন।
এছাড়া গুগ্ল জেমিনি, এক্সএআইয়ের তৈরি চ্যাটবট গ্রক, লিয়োনার্ডো এআই এবং প্লেগ্রাউন্ড এআই থেকে ঘিবলি স্টুডিও ব্যবহার করা যাচ্ছে।
আর/এস
Leave a Reply