নিউজ ডেস্ক :
জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের বিভিন্ন ঘটনার কোনো তথ্য যাতে মুছে ফেলা না হয়, সব ডিজিটাল তথ্য যাতে সংরক্ষণ করা হয়, সে জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এই আদেশ দেন। পরে সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের সময় যেসব ঘটনার ডেটা (তথ্য) এনটিএমসি ও বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, সেসব একটি নির্দিষ্ট সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে মুছে (ডিলিট) যায়। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, যেন এসব গুরুত্বপূর্ণ ডেটা আলাদাভাবে সংরক্ষণ করা হয়। কারণ, জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময়ের এসব ডেটা ভবিষ্যতে বিচারকাজে প্রয়োজন হতে পারে। সে জন্য তা সংরক্ষণে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
Leave a Reply