1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

তরুণদের ভাষা বুঝুন, আমরা রাজনৈতিক বিভাজন চাই না: হাসনাত

  • প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১৭ বার পাঠ করা হয়েছে

ক্যাম্পাস ২৪ প্রতিবেদক :  আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকানোর প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তরুণদের ভাষা বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, তারা নতুন করে কোনো রাজনৈতিক বিভাজনে যেতে চান না।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্তমঞ্চ মাঠ প্রাঙ্গণে ‘রাইজিং চুয়াডাঙ্গা’ ছাত্র-জনতার মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যতদিন আমরা রাজপথে রয়েছি, ততদিন আওয়ামী লীগকে পুনর্বাসন করার যে চিন্তা রয়েছে, তা সফল হতে দেব না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকবে কি থাকবে না, সে বিষয়টি পরে আলোচনা হবে। কিন্তু তার আগে তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই প্রশাসনের সংস্কার, বিচারব্যবস্থার সংস্কার এবং নির্বাচনব্যবস্থার সংস্কার। এই সংস্কারের মাধ্যমে আমাদের দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে।’

কোটাবিরোধী আন্দোলনের এই সমন্বয়ক বলেন, ‘তরুণ প্রজন্মকে কোনো লোভ দেখিয়ে কিনে ফেলা যাবে না। তরুণদের ভাষা বুঝতে হবে এবং তাদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তাদের শক্তি এবং সৎ আকাঙ্ক্ষার প্রতিফলনেই দেশের আগামী দিনগুলোর পরিবর্তন সম্ভব।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন, ‘প্রবীণদের অভিজ্ঞতা এবং তরুণদের ভয়হীন মনোভাবের মিথস্ক্রিয়া দিয়েই আমাদের ২৪ পরবর্তী বাংলাদেশকে শক্তিশালী করতে হবে। তরুণদের মনে সাহস জোগানো প্রয়োজন, কারণ তারা দেশের ভবিষ্যৎ। একটি অংশ বলছে, আন্দোলন হয়েছে, সফল হয়েছে, এবার তোমরা ঘরে ফিরে যাও, ক্ষমতা আমরা একাই নেব। তবে আমরা তাদের বলতে চাই, দয়া করে ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন।’

রাজনীতিবিদদের সতর্ক করে তিনি বলেন, ‘ক্ষমতামুখী হওয়ার পরিণতি ভালো হয় না, এরই মধ্যে এমন শক্তি আছে যারা ক্ষমতা কুক্ষিগত করার পর দেশ ছেড়ে পালিয়েছে। জনতার জন্য কাজ করলে, জনতাই আপনাদের সমর্থন করবে। আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের বিপক্ষে, কিন্তু আমরা রাজনৈতিক বিভাজনে যেতে চাই না। আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব।’

৫ আগস্টের পরেও দেশে ষড়যন্ত্র চলছে মন্তব্য করে তিনি বলেন, ‘এখনো ষড়যন্ত্র থেমে নেই, বিশেষ করে বিদেশে বসে এই ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। তাই আমাদের অবশ্যই বিদেশি ফাঁদে পা দেওয়া থেকে সাবধান থাকতে হবে।’

সভায় অন্যান্য অতিথির মধ্যে কেন্দ্রীয় জাতীয় নাগরিক কমিটির সদস্য মোল্লা মোহাম্মদ ফারুক এহছান এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির যুগ্ম সদস্য সচিব ও কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গার আহ্বায়ক আসলাম হোসেন ও সদস্য সচিব সাফাতুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি