তা’মীরুল মিল্লাত প্রতিনিধি -সাব্বির
দেশের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার টঙ্গী শাখা ২০২৫ সালের দাখিল পরীক্ষায় মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আবারও দেশসেরা অবস্থান অর্জন করেছে। এই অসাধারণ সাফল্য মাদ্রাসা শিক্ষায় প্রতিষ্ঠানটির নেতৃত্বের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।
এ বছর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে মোট ৭৭৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৪৮৩ জনই জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৯৮.৫৮ %।মোট ফেল ১৪ জন।এই ফলাফল প্রতিষ্ঠানটির শিক্ষার মান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ফলাফল ঘোষণার পরপরই তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকস)-এর উদ্যোগে সফল পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর এবং শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান। সফল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শিক্ষার্থীদের আন্তরিক পরিশ্রমের ফলেই আমরা এই সাফল্য অর্জন করেছি। এ ধারাবাহিকতা বজায় রাখা আমাদের অন্যতম চ্যালেঞ্জ, এবং আমরা সবাই মিলে তা ধরে রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও উল্লেখ করেন, “শুধু শিক্ষকদের নয়, অভিভাবকদের ভূমিকাও এই সাফল্যের পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি ঘরে ঘরে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারেন, তাহলে তা’মীরুল মিল্লাত শুধু দাখিলেই নয়, সকল পর্যায়ে শীর্ষস্থান ধরে রাখতে পারবে।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ ড. হেফজুর রহমান বলেন, “তোমাদের পথচলা মাত্র শুরু। তোমাদের সামনে বিশাল পথ পড়ে আছে। এই শুরুটা সুন্দর হলেও, আগামী দিনে তোমাদের আরও কঠিন পরিশ্রম করতে হবে এবং বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।”
সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপকগণ, অভিভাবকবৃন্দ এবং ছাত্রনেতারাও উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দ ও আত্মবিশ্বাসের দীপ্তি ছিল লক্ষণীয়।
জাতীয় পর্যায়ে প্রতি বছর তা’মীরুল মিল্লাতের এই সাফল্য মাদ্রাসা শিক্ষার গুণগত মানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। শুধু পরীক্ষার ফলাফলেই নয়, নৈতিকতা, ভাষাজ্ঞান এবং অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমেও মাদ্রাসাটি দেশে ও বিদেশে সুনাম অর্জন করে চলেছে।
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা কেবল একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি আদর্শ গঠনের কেন্দ্র। ভবিষ্যতেও এই প্রতিষ্ঠান দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে—এমনটিই প্রত্যাশা সকলের।
Leave a Reply