ইবি প্রতিনিধি
অর্থাভাবে সেমিস্টার ফাইনাল পরীক্ষার ফর্ম পূরণ করতে না পেরে হতাশায় ডুবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। ঠিক সেই সময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ। ব্যক্তিগত উদ্যোগে এবং সম্পূর্ণ নিজ অর্থায়নে ওই শিক্ষার্থীর ফর্ম পূরণ নিশ্চিত করেন তিনি।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে লোকপ্রশাসন বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী ফর্ম পূরণের জন্য প্রায় সাড়ে ৬ হাজার টাকা প্রয়োজন ছিল। পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় তিনি অর্থ জোগাড় করতে হিমশিম খাচ্ছিলেন। শেষমেষ ফর্ম পূরণের সময়সীমা ঘনিয়ে আসায় দিশেহারা হয়ে পড়েন তিনি। বিষয়টি জানার পরই দ্রুত সহায়তায় এগিয়ে আসেন লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ।
কৃতজ্ঞতা প্রকাশ করে শিক্ষার্থী (ছদ্মনাম: সজীব) বলেন, “অত্যন্ত কঠিন সময়ে সাহেদ ভাই আমার পাশে এসে দাঁড়িয়েছেন। বাবার আয়ে সংসার ও পড়ালেখার খরচ চালানোই কষ্টকর। হঠাৎ এতো টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছিল। সাহেদ ভাইয়ের সহায়তায় আমি ফর্ম পূরণ করতে পেরেছি। তাঁর এই উপকার কোনোদিন ভুলতে পারব না।”
ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “আমি খবর পেয়ে ছুটে এসেছি। একজন বড় ভাই হিসেবে এবং ছাত্রদলের পক্ষ থেকে তাকে সহযোগিতা করেছি। অতীতের মতো ভবিষ্যতেও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল শিক্ষার্থীদের পাশে থাকবে ইনশাআল্লাহ।”
Leave a Reply