গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ইতিহাস বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক মুজাহিদুল ইসলাম।
১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের আইন ২০০১ এর ২৫ (৩) ধারা অনুযায়ী, বিভাগের সহকারী অধ্যাপক/সহযোগী অধ্যাপকদের মধ্য থেকে তিন বছরের জন্য চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।
জনাব মুজাহিদুল ইসলাম এর আগে ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে উক্ত বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
অফিস আদেশে বলা হয়, তিনি আগের চেয়ারম্যান জনাব মোঃ আশিকুজ্জামান ভূঁইয়া-এর স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পালন করবেন। নতুন চেয়ারম্যান হিসেবে যোগদানের পর থেকেই তিনি বিভাগীয় কার্যক্রমের সার্বিক দায়িত্বে থাকবেন।
এছাড়া একই অফিস আদেশে আরও ছয়টি বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোঃ মোরাদ হোসেন স্বাক্ষরিত আদেশে বলা হয়, নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং দায়িত্ব হস্তান্তরের বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।
Leave a Reply