1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় গণসমাবেশ ঘিরে উত্তেজনা চরমে, ষড়যন্ত্রের অভিযোগ গণ অধিকার পরিষদের “বিইউপি ফোক ফেস্ট” ১৬টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে নাটকে চ্যাম্পিয়ন মেরিটাইম ইউনিভার্সিটি ১৬টি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে নাটকে চ্যাম্পিয়ন মেরিটাইম ইউনিভার্সিটি হাবিপ্রবিতে অর্ক সাংস্কৃতিক জোটের ‘স্ট্রিট ডান্স ৫.০’ অনুষ্ঠিত  চুল কাটাতে বাধ্য করায় কিশোরের আত্মহত্যা পটিয়ায় আবারও গরু চুরি, সিসিটিভিতে ধরা পড়ল চোরের কাণ্ড রাউফুল্লাহ ও মঞ্জুরুলের নেতৃত্বে ইবিস্থ নীলফামারী জেলা সমিতি  ভূরুঙ্গামারীতে জিপিএ ৫ পেয়েছে সাংবাদিকের কন্যা মিথিলা ইসলাম মৌ ‎জবিতে  ছাত্রদলের হামলায় আহত ২ শিক্ষকসহ বাগছাসের ৩ নেতা নতুন চেয়ারম্যান পেল গোবিপ্রবির ইতিহাস বিভাগ

হাবিপ্রবিতে অর্ক সাংস্কৃতিক জোটের ‘স্ট্রিট ডান্স ৫.০’ অনুষ্ঠিত 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৯ বার পাঠ করা হয়েছে

 

হাবিপ্রবি প্রতিনিধিঃ

 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন অর্ক সাংস্কৃতিক জোট কর্তৃক আয়োজিত ‘স্ট্রিট ডান্স ৫.০’ সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে।

 

১০ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জমকালো এই আয়োজনে শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এটি অর্ক সাংস্কৃতিক জোটের বার্ষিক সিগনেচার ইভেন্ট হিসেবে পরিচিত, যা মূলত শিক্ষার্থীদের সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে প্রতিবছর আয়োজন করা হয়। এবারকার আয়োজন বিশেষভাবে উৎসর্গ করা হয় নবাগত হাবিপ্রবি ২৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে। অনুষ্ঠানে পরিবেশিত হয় একাধিক নৃত্য পরিবেশনা।

 

এ বিষয়ে অর্ক সাংস্কৃতিক জোটের সভাপতি ইমাম মেহেদী মোহান বলেন, ‘অর্ক সাংস্কৃতিক জোট’ প্রতিষ্ঠালগ্ন থেকেই সুস্থ ধারার বাংলা সংস্কৃতির চর্চায় নিজেকে নিবেদিত রেখেছে। আমাদের সিগনেচার ডান্স প্রোগ্রাম “স্ট্রিট ডান্স ৫.০” এই দীর্ঘ সাংস্কৃতিক অভিযাত্রারই এক প্রাণবন্ত ও উদ্দীপনাময় প্রকাশ। এই আয়োজনের মাধ্যমে আমরা চেয়েছি তরুণ প্রজন্মের শিল্পবোধ ও উচ্ছ্বাসকে ছন্দ, রঙ এবং নৃত্য আন্দোলনের মাধ্যমে একটি উন্মুক্ত ও ইতিবাচক মঞ্চে তুলে ধরতে। সংস্কৃতিচর্চা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। শিল্পচর্চা পারে সমাজে আলোর সঞ্চার করতে, বিভাজনের জায়গাগুলোতে মানবিকতার পরশ ফিরিয়ে আনতে।এই আয়োজনে সহায়তাকারী, অংশগ্রহণকারী শিল্পীরা, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহ ও দর্শকবৃন্দ তাঁদের প্রতি অর্ক সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

 

সাধারণ সম্পাদক সিফাত আদদ্বীন বলেন, “স্ট্রিট ডান্স ৫.০” শুধুমাত্র একটি নৃত্য আয়োজন নয়, এটি ছিল তারুণ্যের ভাবনা, সাহসিকতা ও শিল্পচেতনার এক সম্মিলিত অভিব্যক্তি। অর্ক সাংস্কৃতিক জোট বরাবরই বিশ্বাস করে, তরুণদের শক্তিকে গঠনমূলক পথে প্রবাহিত করাই একটি সাংস্কৃতিক সংগঠনের প্রধান দায়িত্ব।এই আয়োজনের মধ্য দিয়ে আমরা চেয়েছি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে যেখানে সৃজনশীলতা, শৃঙ্খলা ও সৌন্দর্যবোধ বিকশিত হবে। বাংলা সংস্কৃতি কেবল অতীতনির্ভর নয়, তা আধুনিকতাকে গ্রহণ করে, নিজস্ব রূপে রূপান্তরিত হয়। আমরা বিশ্বাস করি, সংস্কৃতি তখনই অর্থবহ হয়, যখন তাতে মূল্যবোধ ও দায়বদ্ধতা বজায় থাকে।আমরা গর্বিত যে, হাবিপ্রবি প্রাঙ্গণে এমন একটি প্রাণবন্ত আয়োজন করতে পেরেছি, যা তরুণদের মধ্যে ঐক্য, শিল্পচর্চা ও সমাজের প্রতি দায়বদ্ধতা জাগিয়ে তুলবে।

 

গ্রোগ্রাম এর অনুভূতি ব্যক্ত করে ইকোনমিক্স ২৫ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ সিয়াম বলেন,“সবে ক’দিন হলো এই প্রাণচঞ্চল ক্যাম্পাসে আমার পদচারণা।বেশ উৎসবমূখর আয়োজনের মধ্যে দিয়েই বরণ করে নিয়েছেন আমাদের শ্রদ্ধেয় ভাই ও বোনেরা।সেই বরণেরই অংশস্বরুপ বলা যায় ক্যাম্পাসে আজ ফ্রুটফিল সম্পাদনায় অর্ক সাংস্কৃতিক জোট কর্তৃক স্ট্রিট ড্যান্স ৫.০ এর যে বর্ণিল আয়োজন করা হয়েছে তা ক্যাম্পাসের প্রথমদিককার দিনগুলো কে যথার্থ করতে একেবারে স্বার্থক।পুরো আয়োজন জুড়েই ছিলো বড় ভাই-বোনদের বেশ কিছু অসাধারণ অসাধারণ নাচের পরিবেশনা যা নজর কেড়ে নিতে বাধ্য হয়েছিলো উপস্থিত সকল দর্শকের;যাদের মধ্যে আমি ও আমার সহপাঠীরাও ছিলাম।সত্যিই এ ধরনের আয়োজনের সাক্ষ্য হতে পেরে আমি বেশ আনন্দিত! ”

 

এ বিষয়ে অন্য এক শিক্ষার্থী বলেন,”বিশ্ববিদ্যালয়ে পা রাখার শুরুতেই এমন একটি উৎসবমুখর আয়োজনে আমন্ত্রণ পেয়ে আমরা আনন্দিত। আয়োজকদের ধন্যবাদ জানাই।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি