[মোঃ রাহাদ আলী সরকার – মেরিটাইম ইউনিভারসিটি প্রতিনিধি]
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) আয়োজিত তিন দিনব্যাপী “ফোক এন্ড কালচারাল ফেস্ট ২০২৫” এ নাটকে চ্যাম্পিয়নসহ ৪টি পুরস্কার জিতেছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। গত ৮ জুলাই শুরু হওয়া এ কালচারাল ফেস্টে দেশের শীর্ষ ১৬টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এই সাফল্য অর্জন করেছে মেরিটাইম ইউনিভার্সিটি কালচারাল ক্লাব।
নাটক বিভাগে অসাধারণ অভিনয়শৈলী প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি নজরুলসংগীতে প্রথম রানার আপ, রবীন্দ্রসংগীত ও আবৃত্তিতে সেকেন্ড রানার আপ হয় তারা।
এর আগে বিইউপির স্বাধীনতা ও বিজয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ফেস্টিভ্যালে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয়গুলো পল্লীগীতি ও লোকসংগীত, মঞ্চনাটক, আবৃত্তি এবং চিত্রকলায় নিজেদের সৃজনশীলতা তুলে ধরে। পুরো ক্যাম্পাস পরিণত হয় এক প্রাণবন্ত সাংস্কৃতিক মেলায়।
আজ (১০ জুলাই) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই ১৬টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই জাঁকজমকপূর্ণ উৎসবের সমাপ্তি হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) -এর আর্টস এন্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহেদুল ইসলাম।
অসাধারণ এই সাফল্যের পর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কালচারাল ক্লাবের সদস্যরা।
এসময় বিএমইউ কালচারাল ক্লাবের মেন্টর কমডোর মো. আতিকুর রহমান ও ক্লাবের কো-অর্ডিনেটর বৃন্দও উপস্থিত ছিলেন।
এমন সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রতিযোগীদের অভিনন্দন জানান এবং এ ধরনের অংশগ্রহণ অব্যাহত রাখার জন্য অনুপ্রেরণা প্রদান করেন।
Leave a Reply