হাবিবুর রহমান,
পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় ইটাকুমারী ইউনিয়নে ৪০ দিনের কর্মসূচীর শ্রমিক নির্ধারণে লটারী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই লটারীর আয়োজন করা হয়। ইটাকুমারী ইউনিয়নের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক প্রধান অতিথি হিসেবে লটারীর উদ্বোধন করেন। এসময় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছাত্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী তৌহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মাসুদ রানা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রানা সরকার, ছাত্র প্রতিনিধি, জামায়াতে ইসলামীর প্রতিনিধি, সাংবাদিক এবং ইউপি সদস্য মাহবুব আলম, আব্দুল মজিদ, হাবিবুর রহমান সুজন, মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে ওই ইউনিয়নের ৯ শতাধিক মানুষের মাঝে লটারীর মাধ্যমে ২৪৮ জন শ্রমিক কাজ করার জন্য নির্ধারণ করা হয়।
Leave a Reply