ডেস্ক রিপোর্ট:
ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফিরেছেন সবাই। আর টানা ছুটিতে আত্মীয়স্বজনকে একসঙ্গে পাওয়ার সুযোগে নীলফামারীর সৈয়দপুরে বিয়ের ধুম পড়েছে। শহর থেকে গ্রাম, সর্বত্র বাজছে বিয়ের সানাই। গত তিন দিনে শুধু সৈয়দপুর উপজেলায় তিন শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। একই সময়ে বিয়ের আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও ব্যস্ত সময় পার করছে।
সৈয়দপুর শহরের কমিউনিটি সেন্টার, বিয়ে নিবন্ধনকারী, বিউটি পারলারসহ অন্যান্য সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসের কারণে মুসলিম পরিবারে ঈদের আগে বিয়ের আয়োজন তেমন হয়নি। তবে ঈদের দুদিন পর, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত, সৈয়দপুরে তিন শতাধিক বিয়ে সম্পন্ন হয়েছে। প্রতিবছর এই সময়ে আত্মীয়স্বজন ও চাকরিজীবীরা গ্রামের বাড়িতে অবস্থান করায় অনেকে বিয়ের জন্য এই সময়টিকেই বেছে নেন।
এদিকে একসঙ্গে এত বিয়ের আয়োজন হওয়ায় বিউটি পার্লারগুলোও ব্যস্ত হয়ে উঠেছে। শহরের দারুল উলুম মোড়ে অবস্থিত রূপ এডিশন বিউটি পার্লারের মালিক কোহিনুর লিপি জানান, আমাদের এক দিনে তিন থেকে চারটি বউ সাজাতে হচ্ছে। শহরের বাইরে যারা বিয়ে করছেন, তাদের বরযাত্রীদের মেকআপও আমরা করছি।
Leave a Reply