বাকৃবি প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের ৫ম বর্ষের ইন্টার্নশীপে অনুপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান ও টিএসসি এলাকায় সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় সম্পৃক্ততার জন্য রায়হান আবিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে অনুষদ কর্তৃপক্ষ। ইন্টার্নশীপ চলাকালেও বিশ্ববিদ্যালয়ে তার উপস্থিতি এবং শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর বিষয়ে কারণ জানতে চেয়েছে অনুষদ কর্তৃপক্ষ।
সোমবার (২৬ মে) পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন স্বাক্ষরিত ওই নোটিশ জারি করা হয়। বিষয়টি আজ (২৭ মে) নিশ্চিত করেছেন পশুপালন অনুষদের ডিন।
কারণ দর্শানোর ওই নোটিশে বলা হয়, গত ২৫ মে থেকে পশুপালন অনুষদের ২১ তম ব্যাচের মাঠ পর্যায়ের কার্যক্রম (ইন্টার্নশিপ) শুরু হয়েছে। রায়হান আবিদ ওই ব্যাচের একজন নিয়মিত ইন্টার্ন শিক্ষার্থী। অনুষদের কার্যালয়ে থাকা তথ্য অনুযায়ী ঢাকার তুরাগ থানাধীন অঞ্চলে তার কর্মস্থল নির্ধারণ করা হয়েছে।
কিন্তু তিনি স্বীয় কর্মস্থলে না থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছেন। এমনকি ২৬ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তিনি সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিলেন বলেও অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা পরিপন্থী। এসব অভিযোগের ভিত্তিতে তাকে আগামী তিন দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
এবিষয়ে পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো রুহুল আমিন বলেন, ‘শোকজের চিঠিটা তার কাছে পাঠানো হয়েছে। আগামী তিন দিনের মধ্যে চিঠির জবাব দিতে হবে। জবাবদিহিতার উপর ভিত্তি করে প্রশাসন থেকে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শোকজের বিষয়ে অভিযুক্ত রায়হান আবিদকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেন নি।
উল্লেখ্য, গতকাল (২৬ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিনি কনফারেন্স সংলগ্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন রায়হান আবিদ। সাংবাদিকতার পরিচয় দিয়ে শিক্ষার্থীদের সাথে উগ্র আচরণ, ক্ষমতার অপব্যবহারসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এনে ক্ষুদ্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে তাকে চড়-থাপ্পড় দেন শিক্ষার্থীরা।
পশুপালন অনুষদের পঞ্চম বর্ষের শিক্ষার্থীর হওয়ার পাশাপাশি রায়হান আবিদ বাকৃবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি দৈনিক জনকণ্ঠ, ফিনান্সিয়াল এক্সপ্রেস, দৈনিক আমাদের সময় ডট.কম, ডেইলি এশিয়ান এজ, দেশের ডাকসহ কয়েকটি পত্রিকায় বাকৃবি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।
Leave a Reply