ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদ ও ইউট্যাব (জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম) এর যৌথ আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে “শহীদ জিয়ার ১৯ দফা কর্মসূচি ও প্রাসঙ্গিকতা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই অনুষ্ঠানে ইউট্যাবের যুগ্ম সম্পাদক প্রফেসর ড. রশিদুজ্জামান ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. রফিকুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও মূখ্য আলোচক এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন ও অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আহ্বায়ক কমিটির সদস্যরাসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন।
অনুষ্ঠানের মুখ্য আলোচক ও জিয়া পরিষদের মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “গত ১৭ বছরে দেশের একটি বৃহৎ জনগোষ্ঠী ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তারা শহীদ জিয়াউর রহমান বা বিএনপির শাসনকাল প্রত্যক্ষ করেনি। কেবল আওয়ামী লীগের শাসন দেখেছে, যা তাদের একটি নির্দিষ্ট ধারায় প্রভাবিত করেছে। এই সুযোগকে ব্যবহার করে একটি পক্ষ জনগণকে বিভ্রান্ত করছে। শহীদ জিয়ার আগমন ছিল বাংলাদেশের ইতিহাসে ধূমকেতুর মতো—তিনি এসেছেন এবং আলোকচ্ছটা ছড়িয়ে দিয়েছেন।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “জিয়াউর রহমানকে আমি একটি বৌদ্ধিক দৃষ্টিকোণ থেকে দেখি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচিত তাঁকে চিন্তা ও আদর্শের আলোকে বিশ্লেষণ করা। তাঁর ১৯ দফা রাজনৈতিক দর্শন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভাবনা আজও প্রাসঙ্গিক। জিয়াউর রহমান হলেন জাতীয় ঐক্যের প্রতীক।”
Leave a Reply