সারোয়ার হাসান সজীব,জাবিপ্রবি প্রতিনিধি।
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) কর্তৃপক্ষ ঈদ-উল-আজহা, গ্রীষ্মকালীন এবং বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ছুটির ঘোষণা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত ২৭ মে ২০২৫ তারিখে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ জুন ২০২৫ থেকে ১৯ জুন ২০২৫ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে। তবে ক্লাস কার্যক্রম পুনরায় শুরু হবে ২২ জুন ২০২৫ তারিখে (রবিবার)।
অন্যদিকে, প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস বন্ধ থাকবে ৩ জুন ২০২৫ থেকে ১৯ জুন ২০২৫ পর্যন্ত। তবে অফিস কার্যক্রম পুনরায় শুরু হবে ২২ জুন ২০২৫ তারিখে (রবিবার) থেকে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১ জুন হতে শুরু হওয়া একযোগে এই ছুটির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ঈদের ছুটি শেষে ২২ জুন ২০২৫ তারিখে পূর্বনির্ধারিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে।
বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, দপ্তর ও হলসমূহে অবহিত করার জন্য প্রেরণ করা হয়েছে।
এই ছুটি বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য একটি স্বস্তির সময় হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply