নিজস্ব প্রতিবেদক : শরিফ মন্ডল
ঢাকা, ২৫ মে ২০২৫
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রাকিবুলের উপর বর্বর নির্যাতন ও নৃশংস আচরণের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। জানা গেছে, রাকিবুলকে সন্ত্রাসীরা রাতভর নি’র্যাতন করে এবং ন’গ্ন করে ভিডিও ধারণ করে। এ ঘটনার পর মামলা দায়ের হলেও অভিযুক্তদের এখনো গ্রেফতার করেনি আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনার প্রতিবাদ ও অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে আজ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘লং মার্চ টু তেজগাঁও শিল্পাঞ্চল থানা’ কর্মসূচি পালন করেন। সকাল থেকে ইনস্টিটিউট ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ শান্তিপূর্ণভাবে মিছিল শুরু করেন এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানার সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীরা বলেন, “রাকিবুলের উপর এমন পৈশাচিক নির্যাতনের পরও প্রশাসনের এই নিরবতা আমাদের হতাশ করেছে। দোষীদের দ্রুত গ্রেফতার না করা হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”
এ সময় উপস্থিত ছিলেন রাকিবুলের সহপাঠী, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও শিক্ষক প্রতিনিধিরাও। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা দ্রুত বিচার এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply