শাহরিয়ার স্বর্ণব, হাবিপ্রবি প্রতিনিধিঃ
রাজধানীর বনানীতে কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন- আশফাকুর রহমান ও আসিফ মাহমুদ।আসিফ মাহমুদ হাজী মোহাম্মাদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন বলেন, বাইকে দুজন আরোহী ছিলেন। পিছন থেকে কংক্রিট মিক্সার এক ট্রাক এসে তাদের ধাক্কা দেয়ায় সাথে সাথেই তারা রাস্তায় পিছলে যায় এবং পিছন থেকে আসা আরেকটি বাস তাদের উপর দিয়ে চালিয়ে দেয় এবং তৎক্ষণাৎ সেখানেই তাদের মৃত্যু হয়।
আরেক প্রত্যক্ষদর্শী হাবিপ্রবি’র ২০ ব্যাচের শিক্ষার্থী সিফাত ইসলাম বলেন,সেসময় আমি বনানীর ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম।আমার চোখের সামনেই ঘটনাটি ঘটে। আসিফ মাহমুদ ভাইয়ের মাথার হেলমেট শক্ত থাকায়, মাথা তার পুরোপুরি থেথলে যায়নি, কিন্তু রাইডার আশফাকুর এর মাথার হেলমেট দুর্বল থাকায় তার মাথা অনেকটা অংশই থেথলে গিয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত আশরাফুর রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল চালক। আসিফ তার মোটরসাইকেলের যাত্রী ছিলেন। তারা মহাখালী দিকে যাচ্ছিলেন। এ সময় কাকলী বাসস্ট্যান্ডে ওই ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দেয়। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় ট্রাকের সহকারী রবিউল ইসলামকে আটক করেছে পুলিশ। ট্রাকটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়ারহাউজ ইন্সপেক্টর মেহেদী হাসান জানান, মোটরসাইকেলটি রাস্তায় পিছলে পড়ে গেলে ট্রাকটি তাদের ওপর উঠে যায়।
Leave a Reply