র,প,ই প্রতিনিধি: শরিফ মন্ডল
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১০ আগস্ট ২০২৫ তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৮ মে সকাল ৮টা থেকে যা চলবে ৩০ জুন ২০২৫ বিকেল ৪টা পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের ১৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে।
ডুয়েট শুধুমাত্র দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাসকৃত শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ দিয়ে থাকে। ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের প্রকৌশল ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভর্তি করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ডুয়েটের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং শিক্ষার্থীদের নিয়মিত তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্য সময়সূচি:
আবেদন শুরুর তারিখ:২৮ মে ২০২৫, সকাল ৮:০০
আবেদন শেষ তারিখ:৩০ জুন ২০২৫, বিকেল ৪:০০
আবেদন ফি:১৫০০ টাকা
ভর্তি পরীক্ষা: ১০ আগস্ট ২০২৫
Leave a Reply