1. mtim30408@gmail.com : Khondokar Rakibul : Khondokar Rakibul
  2. admin@campus24.news : campus24news :
  3. khondokarrakibit5@gmail.com : Khandkar Rakibul Islam : Khondokar Rakibul Islam
  4. mdnajmulhasan8652@gmail.com : mdnajmulhasan hasan : mdnajmulhasan hasan
  5. mdriponsaharia@gmail.com : mdriponsaharia saharia : mdriponsaharia saharia
শুক্রবার, ২৩ মে ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুর মহানগর কোতয়ালী থানা জামায়াতের উদ্যোগে সক্রিয় সহযোগী শিক্ষাশিবির অনুষ্ঠিত। নির্বাচনবিহীন বাকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন;ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী ভূরুঙ্গামারীতে সামান্য বৃষ্টিতেই দুধকুমার নদের তীর রক্ষা বাঁধে ধস আমার মেয়ে বড় হয়ে শহিদের মেয়ে বলে পরিচয় দিতে পারবে কিনা সেটা নিয়ে ভয় হচ্ছে  শিবিরের ইসলামী জ্ঞান প্রতিযোগিতায় পুরস্কার পেলেন খ্রিস্টান শিক্ষার্থী জামায়াত নেতাকে চাঁদাবাজির অভিযোগে ফাঁসানোর চেষ্টা জিয়া মঞ্চ নেতার শিক্ষার্থীদের দাবিতে রাজশাহী কলেজ ছাত্রাবাসের ভাড়া নির্ধারণ পাঁচশ গোপালগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু মেরিটাইম ইউনিভার্সিটিতে “Intellectual Property Rights and Patent” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকৃবির দুই অধ্যাপকের গবেষণায় অনন্য অবদান, নির্বাচিত হলেন বিএএস ফেলো

নির্বাচনবিহীন বাকৃবি ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন;ক্ষুব্ধ সাধারণ শিক্ষার্থী

  • প্রকাশিত : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৫ বার পাঠ করা হয়েছে

বাকৃবি প্রতিনিধি:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদে সম্প্রতি নির্বাচন ছাড়াই ‘বাংলাদেশ ভেটেরিনারি ছাত্র সমিতি’র নতুন কমিটি গঠিত হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। কোনো ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া বা শিক্ষার্থীদের মতামত ছাড়াই একতরফাভাবে এই কমিটি গঠন করা হয়েছে। এর প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। পরিস্থিতি সামাল দিতে ছাত্র সমিতির অফিসিয়াল ফেসবুক পেজের মন্তব্য বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও, শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, গত কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ থাকলেও সে বিষয়ে কোনো তদন্ত বা পদক্ষেপ নেওয়া হয়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২৪ সদস্য বিশিষ্ট ওই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন মেডিসিন বিভাগের অধ্যাপক ড. এম. আরিফুল ইসলাম, সহ-সভাপতি (ভিপি) হিসেবে মনোনীত হয়েছেন ৫ম বর্ষের শিক্ষার্থী মোরসালিন এবং একই বর্ষের শিক্ষার্থী জুলফিকার হাসান অন্তর সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে মনোনীত হয়েছেন।

জানা যায়, প্রত্যেক বর্ষ থেকে একাডেমিক ফলাফলের ভিত্তিতে চারজন করে সিআর (শ্রেণি প্রতিনিধি) নির্বাচন করা হয়। পরে এ সকল শ্রেণি প্রতিনিধিদের সমন্বয়েই ছাত্র সমিতির কমিটি দেওয়া হয়।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভেটেরিনারি অনুষদের চতুর্থ বর্ষের একজন শিক্ষার্থী বলেন, ‘স্বৈরাচার আমলে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে ব্যর্থ হয়েছি। একপ্রকার সিলেকশনের মাধ্যমেই ছাত্র প্রতিনিধি নির্বাচিত হতো। সমিতিতে যারা থাকবে, তারা যদি আমাদের ভোটে নির্বাচিত হয়, তাহলে তারা আমাদের কাছে দায়বদ্ধ থাকবে। তারা আমাদের অধিকার নিয়ে কথা বলবে। কিন্তু তথাকথিত এই ভাগ-বাটোয়ারার সমিতি কতটা ছাত্রদের কথা ভাববে, তা নিয়ে আমরা সন্দিহান। আমরা ‘লীগের আমলের সেই সিলেকশন প্রক্রিয়া থেকে বেরিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শিখেছি। আমাদের নিজের অবস্থান, যেখানে আমরা বেড়ে উঠছি, সেই ফ্যাকাল্টিতেই যদি আমরা অধিকার নিয়ে কথা বলতে না পারি, তাহলে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা কীভাবে দেখবো? আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফেরত চাই।’

এ বিষয়ে নাম না প্রকাশ করা শর্তে চতুর্থ বর্ষের আরেকজন শিক্ষার্থী বলেন, ভেটেরিনারি ছাত্র সমিতি যেহেতু একটি ছাত্র সমিতি, তাই সেটি হওয়া উচিত শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে। কিন্তু দুঃখের বিষয়, এখানে ছাত্রদের প্রতিনিধি নির্বাচন করে দেন শিক্ষকেরা। এতে প্রতীয়মান হয় যে, ছাত্ররা শিক্ষকদের কাছে জিম্মি। ২৪-এর গণঅভ্যুত্থানের পরেও এখানকার ছাত্ররা এখনো তাদের স্বাধীনতা ফিরে পায়নি।’

নাম প্রকাশ না করার শর্তে তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগের আমলে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার হরণ করে ছাত্র সমিতি গঠন করা হতো। ‘জুলাই বিপ্লব-এর পরও সেই ১৭ বছরের ফ্যাসিবাদী স্টাইলেই তথাকথিত ছাত্র সমিতি (যা আসলে শিক্ষক সমিতি বলা যায়) গঠন করা হয়েছে, যেখানে সাধারণ শিক্ষার্থীদের কোনো মতামত নেওয়া হয়নি। আমরা সাধারণ শিক্ষার্থীরা এই অনির্বাচিত ছাত্র সমিতিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। অতিদ্রুত সাধারণ শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ছাত্র সমিতি গঠনের দাবি জানাচ্ছি।

বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য-সচিব মো. শফিকুল ইসলাম বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসে ‘নো পলিটিক্স-এর সুযোগ নিয়ে আমাদের শ্রদ্ধেয় কিছু শিক্ষক, যারা ফ্যাসিবাদ আমলে বিরোধী দলের নেতিবাচক সমালোচনা করতেন এবং দলীয় কর্মসূচিতে যাদের কম সময়ই দেখা যেত, তারাই এখন গণতন্ত্রহীন বাংলাদেশ পুনঃপ্রতিষ্ঠার ব্যর্থ প্রচেষ্টায় নিয়োজিত। এর প্রকৃষ্ট উদাহরণ হলো নির্বাচন ছাড়াই ভেটেরিনারি ছাত্র সমিতি গঠন। ভেটেরিনারি ছাত্র সমিতি ইস্যুতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পক্ষেই রয়েছে।’

এই বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সভাপতি ফখরুল ইসলাম বলেন, ‘এটি একটি দুঃখজনক ঘটনা। ছাত্ররা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার অধিকার রাখে। দ্রুততম সময়ে বর্তমান কমিটি বাতিল করে নির্বাচন আয়োজন এবং বিগত কমিটির দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত।’

এই বিষয়ে বাকৃবি ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য যখন ছিলেন তখন ছাত্ররাই দাবি করেছিল যে, মেধার ভিত্তিতে সব কিছু পরিচালনা করতে হবে। ওই সময়ের মিটিংয়ে আমি ছিলাম না। পরে আরেকটি মিটিংয়ে সিদ্ধান্ত হয়, আমাদের যে ছাত্র প্রতিনিধিরা থাকবে, তারা মেধার ভিত্তিতেই নির্বাচিত হবে। তখন কোটা বনাম মেধা আন্দোলন চলছিল। সেই আন্দোলনের প্রেক্ষিতে এবং শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে সিন্ডিকেট সভায় একাডেমিক সিদ্ধান্ত গৃহীত হয় যে সকল অনুষদে শ্রেণি প্রতিনিধি নির্বাচন হবে মেধার ভিত্তিতে। অর্থাৎ, মেধার ভিত্তিতে প্রত্যেক বর্ষ ও সেকশন থেকে একজন ছেলে ও একজন মেয়ে শ্রেণি প্রতিনিধি হবে । এটি সিন্ডিকেট সভার লিখিত সিদ্ধান্ত এবং তাদের মধ্য থেকেই ছাত্র সমিতি গঠন করতে হবে।’

শিক্ষার্থীদের মতামত না নেওয়ার বিষয়ে ডিন বলেন, ‘তখন তো আসলে ছাত্ররাই মেধাভিত্তিক চাচ্ছিল। ছাত্ররা যে কখন কি বলতেছে আমি এটা বুঝতেছি না। সিন্ডিকেট মিটিং অনুযায়ী মেধার ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করতে হবে এটার লিখিত আমার কাছে আছে। আমাদের একটা কমিটি ছিল ওই কমিটি ২০ জন শ্রেণি প্রতিনিধির মধ্যে থেকে যারা মোস্ট সিনিয়র তাদের মধ্য থেকে ভিপি, জিএস বাছাই করে, যাতে সবাই তাদেরকে মান্য করে।’

ফেসবুকের কমেন্ট সেকশন বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘আমি কোনো পোস্ট করিনি। সম্ভবত সিআরদের মধ্য থেকে কেউ করতে পারে। আমি জানি না ঠিক।’

আগের কমিটির অর্থ আত্মসাতের বিষয়ে বলেন, ‘আগের কমিটির ভিপি জিএসকে তো আমরা এখন পাচ্ছি না। তবে আমাদের যে শিক্ষক কোষাধ্যক্ষ ছিল তার পুঙ্খানুপুঙ্খ বিল ভাউচারের হিসাব করেছি। আমরা যেটুকু দেখেছি ছাত্রদের ব্যাপকভাবে খরচের সুযোগ নেই।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
©সর্বস্বত্ব সংরক্ষিত ২০২৫  
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি