জাবি প্রতিননিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে হিস্ট্রি ডিবেটিং ক্লাবের আয়োজনে “২য় নবীন বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) “২য় নবীন বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ইতিহাস বিভাগে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৫ এপ্রিল ২০২৫, ইতিহাস বিভাগের ৫৩ তম আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সংসদীয় ধাঁচের “২য় নবীন বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”। প্রতিযোগিতায় ৫৩ তম আবর্তনের ১৮ জন বিতার্কিক দৈবভাবে ছয়টি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে ক্লাবের পক্ষ থেকে বিশেষ ভূমিকা রাখেন আহ্বায়ক মাসুম সিকদার অভি (৫২ তম আবর্তন) এবং যুগ্ম আহ্বায়ক সুরাইয়া খানম পুস্প ও ইসতিয়াক আহমেদ রাতুল (৫২ তম আবর্তন)।
তিনটি রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনালের মাধ্যমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় “আলেকজান্দ্রিয়া” দল। দলের সদস্যরা হলেন: নাফিউল ইসলাম সিদ্দিকী, সাদিয়া রহমান মিম ও মোহাম্মদ রাকিবুল ইসলাম (৫৩ তম আবর্তন)। রানারআপ হয় “ফ্লোরেন্স” দল, যাদের সদস্য ছিলেন মোহাম্মদ সাজিদ হাসান, নাবিলা বিনতে হারুন এবং মোহাম্মদ আবেদুর মারুফ (৫৩ তম আবর্তন)।
যৌথভাবে “ডিবেটার অফ দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন নাফিউল ইসলাম সিদ্দিকী ও খালিদ হাসান শ্রাবণ (৫৩ তম আবর্তন)। প্রথম রানারআপ হন নাবিলা বিনতে হারুন এবং দ্বিতীয় রানারআপ হন যৌথভাবে রওনক জাহান রেশমা, লামিসা জামান ও তরিকুল ইসলাম নাজিম (৫৩ তম আবর্তন)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী ও অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ: অধ্যাপক ড. পিংকি সাহা (মডারেটর, হিস্ট্রি ডিবেটিং ক্লাব), অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, অধ্যাপক ড. লুৎফু এলাহী, সহকারী অধ্যাপক সাজেদা বেগম আঁখি, প্রভাষক মো. বিপ্লব হোসাইন এবং প্রভাষক শারমিন সুলতানা।
অতিথিদের বক্তব্যে শিক্ষার্থীদের বিতর্কচর্চার গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। ড. পিংকি সাহা বলেন, “একাডেমিক শিক্ষার পাশাপাশি বিতর্কচর্চা শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধি ও যুক্তির বিকাশ ঘটায়। ৫৩ তম আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণ এ প্রতিযোগিতাকে প্রাণবন্ত করেছে।”
Leave a Reply