গোপালগঞ্জ প্রতিনিধি : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি) করার দাবিতে কম্পিলিট শার্টডাউন কর্মসূচী পালন করেছে নার্স-মিডওয়ইফ শিক্ষার্থীরা।
বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন গোপালগঞ্জ শাখা এ কর্মসূচীর পালন করে।
আজ বুধবার (২১ মে) সকাল ১১টায় কলেজের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় কম্পিলিট শার্টডাউন কর্মসূচি পালন করেন তারা। এতে ক্লাস ও ভর্তি কার্যক্রমসহ সকল ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। এসময় দাবী পূরণে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে শ্লোগান দেন।
কর্মসূচি চলাকালে ৩য় বর্ষের শিক্ষার্থী তমা সেন, ২য় বর্ষের শিক্ষার্থী লাবনী আক্তার, নিপা আক্তার, ১ম বর্ষের শিক্ষার্থী চন্দ্রা মজুমদার বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে আমাদের দুটির সনদের মান স্নাতক (পাস) কোর্স করার দাবি মেনে নিতে হবে। আমাদের দাবী মেনে না নেয়া পর্যন্ত আগামী নোটিশ না পাওয়ার পর্যন্ত এই কার্যক্রম চলবে।
Leave a Reply