নুসরাত নাঈম সাজিয়া, রাজশাহী কলেজ প্রতিনিধি
রাজশাহী কলেজে শিক্ষার্থীদের চলমান আবাসন সংকট নিরসনে শতভাগ আবাসিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য ‘এক শিক্ষার্থী, এক সিট’ নীতি গ্রহণ করে, প্রয়োজনে দ্রুত হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবি পূরণ এবং জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে কলেজ শাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে আট দফা দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২১মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমের নেতৃত্বে কলেজ অধ্যক্ষের স্ব- কার্যালয়ে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি জমা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী।এছাড়াও কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: মোশাররফ হোসেন, সাহিত্য সম্পাদক হাফেজ আসমাউল হকসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত স্মারকলিপিতে কলেজশাখা ছাত্রশিবিরের পক্ষ থেকে ‘চব্বিশের জুলাই বিপ্লবে রাজশাহী কলেজে ১৬ তারিখে শিক্ষার্থীদের উপর হামলার সাথে সংশ্লিষ্ট যেসকল ছাত্র-শিক্ষক রয়েছে তাদের চিহ্নিত করে অতিদ্রুত তাদের বিরুদ্ধে একাডেমিক, প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করা হয়েছে।
কলেজের আবাসন সংকট নিরসন, হোস্টেলে ভর্তি ফি কমানো,শতভাগ আবাসিক ক্যাম্পাস নিশ্চিতকরণ, নারী শিক্ষার্থীদের বিশেষ নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে প্রত্যেককেই প্রথম বর্ষ থেকে আবাসিক সিট বরাদ্দ দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ক্যাম্পাস ও হোস্টেলের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংষ্কার করার কথাও উল্লেখ রয়েছে।
এছাড়াও উল্লেখ করা হয়েছে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে কলেজ চলাকালীন সময়ে বহিরাগত প্রবেশ ও অবাধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা গ্রহণ। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা। উন্নত মেডিক্যাল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিতে দক্ষ ও বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করা।
শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় নিজস্ব বাস ক্রয়,
ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই (Wi-Fi) সুবিধা চালু, কলেজে আইসিটি ব্যাসিক প্রশিক্ষণ কোর্সটি পুনরায় চালু করা, কলেজ ক্যাম্পাস সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি জানানো হয়।
এছাড়াও অবিলম্বে ছাত্র সংসদ সক্রিয় করার মধ্য দিয়ে সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রবর্তন এবং কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে দাবি-দাওয়া পেশের একটি সুন্দর সংযোগ স্থাপনসহ অন্যান্য দাবিগুলো স্মারক লিপিতে তুলে ধরা হয়।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, আমরা আজকে ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি পূরণে জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে কলেজ অধ্যক্ষ বরাবর আট দফা দাবিতে স্মারক লিপি প্রদান করেছি। এ ব্যাপারে তিনি আশা ব্যক্ত করে বলেন, কলেজ প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, আমরা কলেজ প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো নিয়ে ঈদের পর আলোচনায় বসবো এবং শিক্ষার্থীদের দাবিগুলো পূরণে প্রশাসনিক ভাবে আমরা চেষ্টা করবো।
Leave a Reply