জবি প্রতিনিধি
সমকাল সুহৃদ সমাবেশ দৈনিক সমকালের পাঠক সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ৪৫ সদস্যর নতুন কমিটি গঠন হয়েছে।এতে ইংরেজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রাকিব সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাফা খাতুন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজ বুধবার (২১ মে) দৈনিক সমকাল সুহ্নদ সমাবেশের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক সমকালের জবি প্রতিনিধি ইমরান হুসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় নবনির্বাচিত সভাপতি রাকিব বলেন আমরা যত এগিয়ে যাচ্ছি তত আমাদের মৌলিকত্ব হারাচ্ছে। সুহৃদরা সাহিত্য, সাংস্কৃতিক ও জ্ঞান চর্চার সেই মৌলিকত্বকে ধরে রাখতে চায়। সমকাল জন্ম লগ্ন থেকে সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে। আগামীতে জবিসহ সকল জায়গায় সুহৃদদের মাধ্যমে সেই দায়বদ্ধতার জায়গাটুকু পুরণ করতে হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাফা খাতুন বলেন , আমার উপর সমকাল সহ্নদ সমাবেশের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করবো এ দায়িত্ব শতভাগ পালন করার এবং জবিতে সমকাল সহ্নদ সমাবেশকে সকল ক্ষেত্রে একটি সক্রিয় সংগঠন হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো।
উল্লেখ্য সমকাল সুহৃদ সমাবেশ একটি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে কাজ করে, যা সমাজের বিভিন্ন স্তরে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা ও সংস্কৃতিকে উৎসাহিত করা এবং মানবসেবার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করে।
Leave a Reply