(মোঃ রাহাদ আলী সরকার -মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি)
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য রিয়ার অ্যাডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।আজ (২০মে) তিনি এ সাক্ষাৎ করেন।
এসময় তিনি ইউজিসির চেয়ারম্যানের সাথে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে চলমান একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন।এছাড়াও উপাচার্য হিসেবে তার যোগদান, চট্টগ্রামের হামিদচরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার চলমান নির্মাণকাজ সম্পর্কেও ইউজিসির চেয়ারম্যানকে অবহিত করেছন।
এসময় ইউজিসির চেয়ারম্যান স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি এবং উন্নয়নের ধারা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
Leave a Reply