তা’মীরুল মিল্লাত প্রতিনিধি:সাব্বির হোসাইন
টঙ্গীর তা’মীরুল মিল্লাত মাদ্রাসার আইসিটি ল্যাবে যুক্ত হচ্ছে ৫৪টি অত্যাধুনিক কম্পিউটার। সরেজমিনে দেখা গেছে, ইতিমধ্যেই কম্পিউটার স্থাপনের জন্য প্রয়োজনীয় ডেক্স ও টেবিল প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। এই ৫৪টি কম্পিউটার ল্যাবে যুক্ত করা হলে একই সাথে ৫৪ জন শিক্ষার্থী ব্যবহারিক কার্যক্রমে অংশ নিতে পারবে।
গতকাল দাখিল শ্রেণীর ক্লাস ক্যাপ্টেনদের মতবিনিময় সভায় এই তথ্য জানান প্রিন্সিপাল হেলালুর রহমান। তিনি আরও জানান, সবকিছু ঠিক থাকলে পবিত্র ঈদুল আজহার পরপরই সরাসরি আমেরিকা থেকে আমদানি করা এই ৫৪টি কম্পিউটার ল্যাবে যুক্ত করা হবে। ইতিমধ্যেই অফিশিয়াল কম্পিউটারের জন্য অর্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
আজ (২০ মে, ২০২৫) ২০টি কম্পিউটারের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। কিছু নীতিমালা অনুসরণ করে আগামী ২৯শে এপ্রিল (২০২৫) সকাল ১০টায় দরপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
এই খবর শুনে শিক্ষার্থীরা আনন্দিত। অভিভাবকরা মিল্লাত কর্তৃপক্ষের এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। আইসিটি প্রদর্শক আহসান উল্লাহ স্যার বলেন, “ঈদের পর থেকেই শিক্ষার্থীরা হাতে-কলমে আইসিটি ল্যাব কার্যক্রম করতে পারবে ইনশাআল্লাহ।” মিল্লাত ল্যাবে অত্যাধুনিক কম্পিউটার যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের আইসিটি শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply