র,প,ই প্রতিনিধি : শরিফ মন্ডল
বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদ এবং শিক্ষার্থী প্রতিনিধি পরিষদ রপই-এর যৌথ আয়োজনে এক হৃদয়ছোঁয়া সংবর্ধনা ও অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয় রপই ক্যাম্পাসে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিদায়ী অধ্যক্ষ জনাব প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম স্যারের সম্মানজনক বিদায় এবং নবাগত অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদ স্যারকে উষ্ণ অভ্যর্থনা জানানো।
অনুষ্ঠানে রপই-এর সকল সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এবং প্রাণবন্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি আরও গঠনমূলক ও আবেগঘন হয়ে ওঠে। শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী অধ্যক্ষকে স্মারক, ফুল এবং শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। তাঁর সুদীর্ঘ কর্মজীবনের অবদান ও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে ভূমিকার জন্য উপস্থিত সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবাগত অধ্যক্ষ আবু হামেদ মোঃ জাকারিয়া শহীদ স্যারকে স্বাগত জানিয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করা হয়। তিনি তার বক্তব্যে বলেন, “আমি বিশ্বাস করি, শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক—তিনটি পক্ষের সমন্বিত প্রচেষ্টায় আমরা রপই-কে দেশের অন্যতম সেরা কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে সক্ষম হবো।”
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কারিগরি ছাত্র পরিষদের সহ-সভাপতি মোয়াজ হোসেন বলেন, “কারিগরি শিক্ষার সৌন্দর্য ও ঐতিহ্য বজায় রাখতে আমরা প্রতিনিয়ত সচেষ্ট থাকব। আজকের এই অনুষ্ঠান প্রমাণ করে যে, রপই-এর শিক্ষার্থীরা নেতৃত্ব, শৃঙ্খলা এবং কৃতজ্ঞতাবোধে দৃঢ়।”
অনুষ্ঠান শেষে বিদায়ী অধ্যক্ষ নুরুল ইসলাম স্যার উপস্থিত সকলের উদ্দেশ্যে আবেগঘন বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “রপই-তে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানকার শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা আমাকে অনুপ্রাণিত করেছে সবসময়।”
এই সংবর্ধনা অনুষ্ঠান প্রমাণ করে যে, রপই-এর শিক্ষার্থীরা কেবল প্রযুক্তি শিক্ষায় নয়, মানবিক মূল্যবোধ ও শিষ্টাচারে সমানভাবে সমৃদ্ধ। অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্য, সম্মান ও ভবিষ্যতের জন্য নতুন প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাওয়ার এক উজ্জ্বল উদাহরণ।
Leave a Reply