গোপালগঞ্জ প্রতিনিধি :
গোপালগঞ্জে আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে এ দিবসটি পালন করে।
‘সর্বকালেই পরিমাপ সকলের জন্য’ এই প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (২০ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক তাসনীম দোহার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সারওয়ার হোসেন বক্তব্য রাখেন।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বিএসটিআই’র গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অফিস প্রধান ও সহকারি পরিচালক (সিএম) গোবিন্দ কুমার ঘোষ। এছাড়া, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ্যাড. কাজী জিন্নাত আলী, স্বর্ণ ব্যবসায়ী সমিতির আহ্বায়ক চৌধুরী আবুল কালাম আজাদ, মাদারীপুরের পেট্রোল পাম্প মালিক মিজানুর রহমান, শারীয়তপুরের বেকারী মালিক মো. আলী আশরাফ, গণমাধ্যম কর্মী মাহামুদ আলী কবির, শহিদ চৌধুরী, শেখ মোস্তফা জামান প্রমুখ।
এতে গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার উদ্যোক্তা, ব্যবসায়ী, পদস্থ সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
এসময় বক্তারা, ব্যবসা-বাণিজ্যের সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার মাধ্যমে জনগণকে কাঙ্খিত সেবা প্রদানের জন্য বিএসটিআইকে আরও দক্ষ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানায়।
Leave a Reply