ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ‘Introduction to Dispute Settlement Mechanisms of Real Estate Transactions in Bangladesh: A Study in Dhaka City’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান।
সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ও অ্যাডভান্স স্টাডি কমিটির চেয়ারম্যান ড. সেলিম তোহার সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিমা খাতুন ও আল ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাছির উদ্দিন।
প্রবন্ধের মূল বিষয় হলো- রিয়েল এস্টেট সংক্রান্ত বিরোধের মূল কারণগুলো বিশ্লেষণ করা এবং এই বিরোধগুলো সমাধানের জন্য কার্যকর উপায় খুঁজে বের করা। এসব বিরোধ ও বাধা উত্তরণে প্রয়োজনীয় আইন সংশোধন বা প্রণয়ন করা। বিশেষ করে ঢাকায় যেসব রিয়েল স্টেট কোম্পানি আছে, তা নিয়ে গবেষণা করে ভবিষ্যতে অন্যান্য শহরেও কার্যকর ভূমিকা রাখা।
Leave a Reply